ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আসনগুলো হলো—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। ইতোমধ্যে দিনাজপুর-৩ (সদর) আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। অপরদিকে ফেনী-১ ও বগুড়া-৭ আসনে আগামীকাল সোমবার সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এর আগে তিনটি আসনেই তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। আগামীকাল সোমবার দুপুর ১২টায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া এ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান নান্টু এবং তার ছেলে আরিফুর রহমান মজুমদার।
অন্যদিকে, বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে গত ২১ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জান তালুকদার লালু। আগামীকাল সোমবার দুপুর ১২টায় বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া গত ২৭ ডিসেম্বর গাবতলী থানা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের নামেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তিনি আজ ওই আসনে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে—এমনটি এখনই বলা যাচ্ছে না।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তিনি সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, তা এখনো চূড়ান্ত নয়। তিনি যদি নির্বাচনে অংশ নিতে না পারেন, তবে ঘোষিত আসনগুলোতে বিকল্প প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

