আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

স্টাফ রিপোর্টার

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাইয়িদ।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক আবু সাইয়িদ।

অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথম সংসদ এবং ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থেকে নির্বাচনে অংশ নিয়েছেন অধ্যাপক সাইয়িদ। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাকশালের প্রার্থী ছিলেন। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবং ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হয়ে পরাজিত হন।

বিএনপিতে যোগদানের বিষয়ে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, চারিদিকে যেভাবে উগ্রবাদের উত্থান হচ্ছে, তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি—এখন বিএনপি একমাত্র দল, যাকে সামনে এগিয়ে নেওয়া উচিত। সে কারণেই আমি বিএনপিতে যোগ দিয়েছি।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি আরও জানান, আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। দল যদি বলে, তাহলে নির্বাচনে থাকবো।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...