বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লার নির্বাচনি জনসভায় বলেন, কুমিল্লার এ অঞ্চলে অনেক খাল রয়েছে। আমরা কৃষি কাজের জন্য খাল খনন প্রকল্প হাতে নিবো। এ অঞ্চলে আমরা সবাইকে নিয়ে খাল খনন করবো।
রোববার রাত সাড়ে আটটায় ফেনী সমাবেশ শেষে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ. জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য দেওয়ার পর রাত দশটায় কুমিল্লা সদর দক্ষিণ ফুলতলী ডিগবাজি মাঠে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আপনাদের সকলের ধারণা রয়েছে, ১৯৭১ সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। সেটা ছিলো দেশ স্বাধীন করার যুদ্ধ। ৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম ২৪ সালে জুলাই যোদ্ধারা আমাদের সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।
আর আজ আমরা নির্বাচনি জনসভায় অংশ নিয়েছি। আর আমি চাইলে, আমার প্রতিপক্ষ দলের সমালোচনা করতে পারি এখানে কিন্তু, সমালোচনা করলে তো পেট ভরবে না।
তিনি বলেন, বিএনপি আগে কয়েকবার দেশ পরিচালনা করেছিলো। তখন কৃষক ঋণ মওকুফসহ আরো অনেক কাজ করেছিলো বিএনপি। এখন এই এলাকার মানুষের রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষা এরকম অনেক সমস্যা রয়েছে। যেহেতু, বিএনপি দেশ পরিচালনা করেছে তাই বিএনপি জানে কিভাবে দেশ পরিচালনা করতে হয়। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করলে আপনাদের উপকার হবে। আর বাস্তবায়ন না করলে আমরাই ক্ষতিগ্রস্ত হবো।
তিনি আরো বলেন, আজ আমি আপনাদের সামনে কয়েকটি পরিকল্পনার কথা বলবো। বিএনপি ফ্যামিলি কার্ড দিতে চায় খেটে খাওয়া মা-বোনদের। আমরা প্রথমে গ্রাম থেকে শুরু করবো ফ্যামিলি কার্ড বিতরণ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে, এই দেশে যারা গৃহিণী রয়েছে তাদেরকে সারা মাসের দিবো তা নয়, অন্তত একটা সপ্তাহের প্রয়োজনীয় জিনিস আমরা সরকারের পক্ষ থেকে দিবো। আমরা যদি কয়েক বছর ধরে এই পরিকল্পনা বাস্তবায়ন করি, তাহলে আমরা আশাবাদী এ অঞ্চলের নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই, যাতে পরিবারের পুরুষের উপর চাপ কমে।
তিনি বলেন, আমরা এরপরে কৃষকদের কথাও চিন্তা করেছি। আমরা কৃষকদের জন্যও কৃষি কার্ডের ব্যবস্থা করবো। এতে কৃষকের আর ভর্তুকি দিতে হবে না। কৃষককে অন্তত একটা ফসলের সার, বীজ, কীটনাশক আমরা বিনামূল্যে দিতে চাই।
এরপর বলবো বেকারত্বের সমস্যার কথা। আমরা এই তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। ইপিজেডের মধ্যে আমরা মিল-কারখানা প্রস্তুত করতে চাই। যেখানে কাজ করতে পারবে তরুণরা। এছাড়া, মেয়েদের উপযোগী কাজের ব্যবস্থাও করবো আমরা।
এছাড়া, এ দেশের যারা শ্রমিক রয়েছেন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তর করে ও পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে সেখানে পাঠাবো। এতে তাদের আয় বাড়বে।
এছাড়া, এ অঞ্চলগুলোতে চিকিৎসার অনেক সংকট। এতে মা-বাবা, বোনেরা-ভাইয়েরা অনেক কষ্ট পেয়ে থাকে। আর এর থেকে পরিত্রাণ পেতে আমরা হেলথ কেয়ার স্থাপন করবো, যাদের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে ছোট-খাট অসুখগুলোর চিকিৎসা দিবে।
নির্বাচনের দিন কি করতে হবে এই বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের এসব পরিকল্পনাকে বাস্তবায়ন করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কিন্তু, ধানের শীষকে জয়যুক্ত করতে হলে আপনারা ভোরবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে চলে যাবেন। ভোটকেন্দ্রে গিয়ে ফযরের নামাজ আদায় করবেন। তারপর কেন্দ্রের দরজাখোলা মাত্র ধানের শীষে ভোট দিবেন। কেউ যাতে ষড়যন্ত্র করে আপনাদের অধিকার নষ্ট করতে না পারে।
শেষ কথা বলতে চাই, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। দেখা হবে খাল খননে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহেরের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় কুমিল্লা ও চাঁদপুর জেলা বিএনপির এমপি প্রার্থীরা সমাবেশে বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

