আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্যামিলি কার্ড নিয়ে যে যাই বলুক কিছু যায় আসে না: তারেক রহমান

আমার দেশ অনলাইন

ফ্যামিলি কার্ড নিয়ে যে যাই বলুক কিছু যায় আসে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলেন। ১৯৭১ সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। ২০২৪ সালের ৫ আগস্ট বিএনপির ৪১৯ জন মানুষ শহীদ হয়েছেন। এর বাহিরে আরো প্রায় হাজারের ওপরে মানুষ আছে, যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন।

৭১ সালে আমরা যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, ২০২৪ সালের জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে।

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কৃষকদের ৫ হাজার কৃষি ঋণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ করেছে।

আরো অনেক বেশি কাজ করেছে। কমবেশি আপনাদের এই এলাকায়ও হয়েছে। যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ধীরে ধীরে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে মানুষের জীবন-যাত্রা নিরাপদ রাখা যায়, কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। কিভাবে ছাত্র বা তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়।

তিনি আরো বলেন, আমাদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে অন্যান্য দল অনেক সমালোচনা করেছে। আমি শুনেছি, আপনারাও পত্র-পত্রিকায় দেখেছেন। এরা যা কয় কোক, কিছু যায় আসে না আমাদের। আপনারা এখানে লাখ মানুষ উপস্থিত আছেন। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকব।

যে কাজগুলো করলে এই দেশের খেটে খাওয়া মানুষের উপকার হবে।

আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। জনগণ যদি এখন ১০ শতাংশ ভালো থাকে, যাতে আমরা ২০ শতাংশ করতে পারি। ১০০ শতাংশ ধীরে ধীরে যাব আমরা। কিন্তু অন্তত ২০ শতাংশ নিলেও আমরা অনেক দূর এগুতে পারব।

এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা ১১টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...