আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ শুক্রবার ঢাকা-১৭ আসনে বিএনপির এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৬টায় ভাসানটেকের বিআরবি মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি, গতকালের মতো আজকেও তারেক রহমানের উপস্থিতিতে ঢাকার ভাসানটেকে সমাবেশে বিপুল জনসমাগম হবে এবং একটি সফল জনসভা অনুষ্ঠিত হবে।’ ঢাকা-১৭ আসনের জনগণের বিপুল ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাইছেন।
গতকাল নির্বাচনি প্রচারণার প্রথম দিনে দেশের সাতটি জেলায় সমাবেশ শেষে আজ শুক্রবার ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান। গতকাল দুপুর ১২টায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

