আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঠাকুরগাঁওয়ে জামায়াত আমির

তাদের নির্বাচিত করবেন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে, প্রভু খুঁজবে না

স্টাফ রিপোর্টার

তাদের নির্বাচিত করবেন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে, প্রভু খুঁজবে না
ছবি: আমার দেশ।

‘হ্যাঁ’-ভোটকে বিজয়ী করার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদেরকে নির্বাচিত করবেন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে, প্রভু খুঁজবে না। এসময় তিনি আরো বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি)  ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনি প্রচারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। যারা উৎপাদন করে, তারাই মূল্য পাই না। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলে ন্যায্য মূল্য পাবেন। আপনারা ন্যায্যমূল্য পাবেন এবং বাংলাদেশ সারাবছর তাজা ফসল পাবে। সারাদেশের চৌষট্টি জেলায় একটি উন্নতমানের করে হাসপাতাল তৈরি করা হবে। বঞ্চিত এলাকায় আগে দেওয়া হবে।

জামায়াত আমির আরো জানান, আমরা নির্বাচিত হলে তিনটি বিষয় নিশ্চিত করা হবে।

প্রথমত: দুর্নীতি করব না এবং করতেও দেওয়া হবে না।

দ্বিতীয়ত: ন্যায়বিচার নিশ্চিত করা হবে, বিচারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। যারাই অন্যায় করবে কাউকে ছাড় দেওয়া হবে না।

তৃতীয়ত: চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস করতে দেওয়া হবে না।

জামায়াত আমির আরো বলেন, একদল বেকার ভাতা দিতে চায়। আমরা বেকার ভাতা নয়, যুবকদের কাজ দিয়ে সম্মানিত করতে চাই। এদেশের যুবকেরা কাজ করে খেতে চায়। আমরা আপনাদের ভোটে নির্বাচিত হলে যুবকদের কাজ সৃষ্টি করার জন্য টেকনিক্যাল কাজ শিখাতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন