আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আ. লীগ ও এনসিপির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

আ. লীগ ও এনসিপির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

শুক্রবার দাউদকান্দি পৌর সদরের বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের সঙ্গে হাত মিলিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

বিজ্ঞাপন

এ সময় এনসিপির দাউদকান্দি পৌরসভার প্রধান সমন্বয়ক মো. মোহসিন ভূঁইয়া এবং আওয়ামী লীগ নেতা মো. সাকিব আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে মো. মোহসিন ভূঁইয়া ও মো. সাকিব আহমেদ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রতি আস্থা রেখেই আমরা বিএনপিতে যোগ দিয়েছি। বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোস্তাক সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি মোস্তফা সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার এবং পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন