আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া

উনি বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন : মিয়া গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

উনি বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন : মিয়া গোলাম পরওয়ার

নির্বাচনি সফরে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন বিলেত থেকে ফিরে ফতোয়া দিচ্ছেন, কে মুশরিক আর কে কাফের। একজন মুসলমান আর একজন মুসলমানকে কাফের বলতে পারেনা, তার যতো বড় অপরাধ বা গুনাহ থাক না কেন। তিনি নিজে যেন বিষয়টি আত্মসমালোচনা করেন।

শুক্রবার খুলনায় সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন। এর আগে তিনি ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক প্রকল্প এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন মুসলমান যিনি আল্লাহ, রাসুল, আখেরাত ও পরকালকে বিশ্বাস করেন; তাকে কাফের বলা যাবে না।

হাদিসে রাসুলুল্লাহ (সা:) বলেছেন, কেউ যদি এটা বলে, তবে তার দিকে ওই কথা ফিরে আসবে। যে বলেছে, তার জন্যই এটা প্রযোজ্য হবে। উনি (তারেক রহমান) বড় অপরাধ করেছেন। আমরা ধারণা করেছিলাম উনি বিদেশে গেছেন, লেখাপড়া করেছেন। কিছুটা পলিটিক্যাল ম্যাচিউরিটি হয়তো আছে। কিন্ত এখন দেখি, উনি বড় মুফতি হয়ে গেছেন।

বিলেত থেকে ফিরে ফতোয়া দিচ্ছেন, কে মুশরিক আর কে কাফের। একজন মুসলমান আর একজন মুসলমানকে কাফের বলতে পারেনা, তার যতো বড় অপরাধ বা গুনাহ থাক না কেন। তিনি নিজে যেন বিষয়টি আত্মসমালোচনা করেন।

একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে তারেক রহমানের করা সমালোচনার জবাব দিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়া, যিনি আমাদের জোটনেত্রী ছিলেন; উনাদের সিদ্ধান্ত বিশ্লেষণ ও কার্যক্রমের মধ্যেই তার প্রশ্নের জবাব আছে।

সেভেনটি নাইনের পার্লামেন্টে জিয়াউর রহমানের জীবদ্দশায় অখন্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এমন ১৫/১৬ জনের নাম (এমপি) আমরা বলতে পারবো। শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী, আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করেছেন। তাদের সময় প্রচুর এমপি ও মন্ত্রী ছিলেন। সেজন্য এই প্রশ্নের জবাব তারেক সাহেবের তাদের কাছ থেকে নেবেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান দুজনেই এই বিষয়টির সমাধান করে গেছেন। সবাইকে নিয়ে চলার জন্য শেখ মুজিব ফর গিভ এন্ড ফর গেট নীতি নিয়েছিলেন। এই পরিস্থিতিতে মনে পড়ছে সেই কথা, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গী। তবে বিয়ষটিকে চ্যালেঞ্জ মনে করছেনা জামায়াত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন