আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টাঙ্গাইলে তারেক রহমান

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে

আমার দেশ অনলাইন

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট দলমত নির্বিশেষ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিলো ঠিক তেমনই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী ১২ তারিখ সবাইকে নেমে আসতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাস এলাকায় খোলা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় সেই জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে। কেননা বাংলাদেশ কীভাবে চলনে আর কীভাবে চলবে না, বাংলাদেশে কী হবে আর কী হবে না তার সিদ্ধান্ত নেওয়ার মালিক এ দেশের জনগণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন