আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই ধানের শীষের প্রার্থীর

জেলা প্রতিনিধি, ফেনী

গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই ধানের শীষের প্রার্থীর

গণভোট প্রসঙ্গে এখনো স্পষ্ট অবস্থান নেননি বলে মন্তব্য করেছেন ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীন। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার বিষয়টি সম্পর্কে, তার সুস্পষ্ট ধারণা নেই। কোন অবস্থানে ভোট দেবেন, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফেনী পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

জয়নাল আবেদীন বলেন, গণভোট নিয়ে কোনো ধরনের লাভ বা চাপের বিষয় নেই।

তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেবে। অন্য কোনো প্রতীক নয়, ধানের শীষেই ভোট দিয়ে মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। ধানের শীষ প্রতীকে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের প্রায় ৭৮ শতাংশ ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় যাবে।

নিজের রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গঠনের আগেই তিনি ফেনী সরকারি কলেজের ভিপি ছিলেন এবং তখন থেকেই ফেনী-২ আসনকে নিজের ঘাঁটি হিসেবে মনে করে আসছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...