জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা যে দলই করি না কেন, উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। আমাদের নির্বাচিত করলে দেশের মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকায় নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
১০ দলীয় জোট বৃহৎ জোটে পরিণত হয়েছে উল্লেখ করে ডা. তাহের বলেন, এ জোটে স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা আছেন। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামিক দলগুলো আছে।
ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন। এক. ফ্যাসিবাদের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের পুর্ণবাসন করতে হবে। দুই. বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নিতে হবে। ভারতের অনুমতি ছাড়া কোনো অস্ত্র কেনা যাবে না। তিন. এ দেশের ইসলামপন্থি দলগুলোকে দমন করতে হবে।
ডা. তাহের আরো বলেন, আনন্দবাজার পত্রিকা আমাকে প্রশ্ন করেছে- আপনারা হিন্দুদের জায়গা দখল করেছেন কি না? আমি বলেছি, ‘এ দেশে হিন্দুদের অনেক জায়গা বেদখল হয়েছে। কিন্তু জামায়াতের একজন লোকও হিন্দুদের জায়গা দখল করেনি।’ ভারত যাদের বন্ধু মনে করে, তারাই হিন্দুদের সম্পদ লুট করে বলে মন্তব্য করেন জামায়াতের এই নায়েবে আমির।
চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

