জামায়াতে ইসলামীর ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে গণসংযোগের সময় কদমতলীর ৫২ নং ওয়ার্ডে যুবদলের সন্ত্রাসীরা জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলা করে।
বুধবার দুপুর আড়াইটার দিকে ডিপটির গলির কাইল্লা পট্টিতে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় সন্ত্রাসীরা জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার বিভাগ জানায়, হামলার কিছুক্ষণ আগে ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে জামায়াতের মহিলা কর্মীদের পথরোধ করে গণসংযোগে বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

