আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উত্তরাঞ্চলের ৪ জেলায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

উত্তরাঞ্চলের ৪ জেলায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে উত্তরাঞ্চল সফরে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার চারটি জেলায় আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

শুক্রবার সকাল ৯টার দিকে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপটারযোগে পঞ্চগড়ের উদ্দেশে রওনা করেন। সেখানে বেলা ১১টায় জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

বিজ্ঞাপন

জুমার নামাজের পর দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যা ৭টায় রংপুরে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির।

এছাড়া শনিবার সকালে তিনি রংপুরে জুলায় বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করবেন। এদিন সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। পরে দুপুর ১২টায় বগুড়া শহরে, বিকেল আড়াইটায় বগুড়ার শেরপুরে, বেলা সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে, বিকেলে ৪টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দবেন ডা. শফিকুর রহমান। রোববার তিনি ঢাকায় বিভিন্ন নির্বাচনি আসনে গণসংযোগ ও জনসভায় বক্তব্য দেবেন বলে জানা গেছে।

শুক্রবার উত্তরাঞ্চল সফরের আগে ঢাকায় বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, ‘ঢাকার বাইরে আমাদের সফর শুরু হলো। আমরা চেষ্টা করব প্রতিটি এলাকার জনগণের পালস বুঝে তাদের প্রতি সম্মান দেখাতে এবং তাদের আশ্বস্ত করতে। যেসব সমস্যার পাহাড় জমে আছে, তাদের সমর্থনে দেশসেবার সুযোগ পেলে বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি দিয়ে দেশের সম্পদের মাধ্যমে ইনসাফভিত্তিক উন্নয়ন এবং সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করব।’

এবারের নির্বাচন যেন একটা গৌরবজনক ও স্মরণীয় হয়, সে জন্য যুবকদের আরো দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।

জামায়াত আমির বলেন, ‘আমরা আশ্বস্ত করেছি যে একা নয়, বাংলাদেশ সবাই মিলে গড়ব। এজন্য কিছু ব্যতিক্রম থাকলেও সব দেশপ্রেমিক ও ইসলামি দলগুলো নিয়ে একসঙ্গে যাচ্ছি। আমাদের স্লোগান হচ্ছে— চলো একসাথে গড়ি বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন