আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।
এর আগে শনিবার ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
এনসিপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়—দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি ও মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন অধ্যক্ষ আশরাফুল হক। সবার ভালোবাসা এবং সংগঠনের আস্থার কারণে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে এ আসনে প্রচারণা চালিয়ে আসছিলেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি আমাদের জোটের শরিক এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে ছেড়ে দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


১০ দলীয় জোটে আরো ৩ আসনে সমঝোতা এনসিপির