এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, আগামীর বাংলাদেশে যারাই আমাদের মা-বোনদের ওপর হামলা করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আপনারা যদি আপনারা পেশিশক্তি দেখিয়ে কেন্দ্র দখল করার চেষ্টা করেন, তাহলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শহীদ মিনার চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, আমরা এমন একটি জেলায় দাঁড়িয়ে আছি, যেই জেলার মানুষ ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ হয়ে এরশাদবিরোধী আন্দোলন, শাপলা চত্বর থেকে মোদিবিরোধী আন্দোলন হয়ে জুলাই গণঅভ্যুত্থান—সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে। ব্রাহ্মবাড়িয়ার মুক্তিকামী মানুষের লড়াই আমাদেরকে আশাবাদী করে গণতন্ত্রের জন্য লড়া করতে। ফ্যাসিবাদী সরকার উন্নয়নের গল্প বললেও এই জেলায় কোনো উন্নয়ন করে নাই। এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে আমরা রাজনৈতিক কারণে কোনো অঞ্চলকে বাজেট বরাদ্দে বৈষম্য করব না। প্রতিটা জেলা উপজেলার জন্য ইনসাফপূর্ণ বাজেট বরাদ্দ দেওয়া হবে।
শেরপুরে এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীর ওপর হামলা করা হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ৩০ জনের অধিক আমাদের সহযোদ্ধা আহত হয়েছে। আপনারা যদি এভাবে পেশিশক্তি দেখানোর চেষ্টা করেন, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।
ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল ও আশুগঞ্জ) আসনের এগারো দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন বলেন, এগারো দলীয় ঐক্য জোটের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছি। আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব শহীদ ওসমান হাদির ইনসাফের বাংলাদেশ কায়েম করা। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় গিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয় শহীদের রক্তের ওপর দিয়ে। কিন্তু আপনারা শহীদদের খুনিদের বিচার করেন নাই। জান বাজি রেখে যদি ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ না করত, তাহলে জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না। আমরা নতুন বাংলাদেশের ইশতেহারে ব্রাহ্মণবাড়িয়ার কথা প্রথমে রাখব ইনশাআল্লাহ। আমাকে নির্বাচিত করেন, তাহলে প্রতি ছয় মাস পর পর সবকিছু উন্মুক্ত হিসাব পেশ করব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকতে হবে। আমি শুধু আপনাদের শাপলা চত্বর বা মোদিবিরোধী আন্দোলনের সময় কোথায় ছিল বড় দল বিএনপি? আমরা যদি বিজয়ী হই তাহলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এনাম খাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রধান সমন্বয়কারী মাওলানা কুতুবউদ্দিন, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম, এনসিপি সরাইল উপজেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মোবারক হোসাইন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করব