আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ বাংলাদেশি

আমার দেশ অনলাইন

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ বাংলাদেশি
ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৭৬ হাজার ৭৬৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এ বছর হাজিদের পরিবহনে ৩টি বিমান সংস্থা যুক্ত ছিল— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

বিজ্ঞাপন

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৫ হাজার ৯৯৩ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩৪ হাজার ৮ জন হাজি, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৬ হাজার ৬৮৩ জন হাজি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ১০ হাজার ৩৮৮ জন হাজি, অন্যান্য এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৬৮৯ জন হাজি।

এ বছর হজ পালনে গিয়ে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন