আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাদপন্থিদের নিষিদ্ধ ও বিচার দাবিতে উত্তরায় বিক্ষোভ

স্পোর্টস রিপোর্টার

সাদপন্থিদের নিষিদ্ধ ও বিচার দাবিতে উত্তরায় বিক্ষোভ

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের জোবায়েরপন্থিদের (শুরায়ি নেজামের সদস্য) ওপর হামলা ও হত্যার ঘটনায় সাদপন্থিদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা উত্তরা খালপাড় মোড়ে অনুষ্ঠিত এ সমাবেশে ধর্মপ্রাণ জনতা ও তাবলিগের সাথিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জুমার নামাজ শেষে প্রথমে এলাকার বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে উত্তরা খালপাড় মোড়ে জমায়েত হয়।

বিজ্ঞাপন

পরে তুরাগ এবং বৃহত্তর উত্তরার সর্বোচ্চ উলামা-মাশায়েখ পরিষদ ও সর্বস্তরের তওহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর প্রতিবাদ সভা ও স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিবাদ সভায় বক্তারা ইজতেমা ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থিদের হামলায় চারজন শহীদ এবং অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, শাস্তি এবং তাদের নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে মুফতি মুহিউদ্দীন মাসুম, মুফতি আহমদ শফি, মুফতি হাবিবুর রহমান, ব্যারিস্টার মাওলানা মাহবুবুল হক লোকমান, মাওলানা মোস্তাকিম, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি জাফর আহমদ, মুফতি মেহেদি হাসান ও মাওলানা লিয়াকত আলী বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন