আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল

গাজীপুরের টঙ্গী কহর দরিয়াখ্যাত তুরাগ নদের তীরে ৫দিন ব্যাপী জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল মঙ্গলবার। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে যেকোনো এক সময় মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

কাঙ্ক্ষিত মোনাজাত পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা পরিচালনা করার কথা রয়েছে। মোনাজাত শেষে সমবেত চিল্লাধারী মুসল্লিরা দেশ-বিদেশের প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়বেন। ফের বিশ্ব ইজতেমার সময় তারা ময়দানে সমবেত হবেন।

আজ সোমবার খুরুজ (দাওয়াতি কাজে বের হওয়া), তবকাওয়ার (বিভিন্ন শ্রেণিপেশার), খাস-খুশুসি বয়ান, তাসবিহ-তাহলিল, জিকির-আসকার ও নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে জোড় ইজতেমার চতুর্থ দিন।

জোড় ইজতেমায় আসা আজিজুর রহমান নামে আরও এক মুসল্লি সোমবার দুপুরে ময়দানের ওজুখানার পাশে স্ট্রোক করে মারা গেছেন। এনিয়ে জোড় ইজতেমায় মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

সোমবার যারা বয়ান করলেন : বাদ ফজর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে খুরুজের বয়ান (দেশ-বিদেশে দাওয়াতি কাজে বের হওয়ার)ভারতের মাওলানা মুফতি আবু বকর। সকাল ১০টায় মিম্বরে বয়ান করেন ভারতের মাওলানা ভাই ইকবাল, ওলামাদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। একই সময়ে বিভিন্নভাবে ভাগ হয়ে আ’ম মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন মাওলানা ইজহার, আরবি ভাষাভাষীদের উদ্দেশে পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা, উর্দু ভাষীদের উদ্দেশে মাওলানা ওয়াহিদ ও মাওলানা নাঈম, তুর্কি ভাষীদের উদ্দেশে মাওলানা সালমান, ইংরেজি ভাষাভাষীদের উদ্দেশে মাওলানা হাসমত ও থাই ভাষাভাষীদের উদ্দেশে ভারতের বেঙ্গালুরুর মাওলানা তানভীর বয়ান রাখেন । বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ।

ইজতেমা ময়দানে আজিজুর রহমান (৭২) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে হঠাৎ ময়দানের ওজুখানার পাশে স্ট্রোক করে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত আজিজুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দেওপুরা গ্রামের হাবিবুর সরদারের ছেলে।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ৫দিনের জোড় ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। জোড় ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শূরায়ে নেজামের ৫দিন ব্যাপী জোড় ইজতেমা। মোনাজাত শেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি দেশ ও বিদেশে দ্বীনের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়বেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...