আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্ব ইজতেমায় আজ বয়ান করবেন যারা

স্টাফ রিপোর্টার

বিশ্ব ইজতেমায় আজ বয়ান করবেন যারা

টঙ্গীর তুরাগ তীরে গতকাল মাগরিবের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে প্রথম পর্বের প্রথম ধাপের এই ইজতেমায় বিদেশি মেহমান ছাড়াও দেশের ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার ফজরের পর বয়ান শুরু হয়েছে। দিনভর দেশ-বিদেশের আলেমদের বয়ান, তালিমের আমলসহ নানা কর্মসূচি রয়েছে। আজকের অন্যতম আকর্ষণ থাকছে বড় জামাতে জুমার নামাজ আদায়।

তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে মূলত ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল রাত পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন।

তিনি জানান, শুক্রবার ফজরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এর তরজমা (অনুবাদ) করেন মাওলানা নুরুর রহমান।

সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন মাওলানা জামাল (ভারত)। সকাল ১০টায় হবে শিক্ষকদের বয়ান। বয়ানের মিম্বারে বয়ান করবেন মাওলানা ফারাহিম (ভারত)।

ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান (আলিগড়)।

খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন মাওলানা আকবর শরিফ (ভারত)।

জুমার নামাজে ইমামতি করবে মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খাতিব।

বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন