স্টাফ রিপোর্টার
টঙ্গীর তুরাগ তীরে গতকাল মাগরিবের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে প্রথম পর্বের প্রথম ধাপের এই ইজতেমায় বিদেশি মেহমান ছাড়াও দেশের ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছেন।
শুক্রবার ফজরের পর বয়ান শুরু হয়েছে। দিনভর দেশ-বিদেশের আলেমদের বয়ান, তালিমের আমলসহ নানা কর্মসূচি রয়েছে। আজকের অন্যতম আকর্ষণ থাকছে বড় জামাতে জুমার নামাজ আদায়।
তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে মূলত ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল রাত পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন।
তিনি জানান, শুক্রবার ফজরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এর তরজমা (অনুবাদ) করেন মাওলানা নুরুর রহমান।
সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন মাওলানা জামাল (ভারত)। সকাল ১০টায় হবে শিক্ষকদের বয়ান। বয়ানের মিম্বারে বয়ান করবেন মাওলানা ফারাহিম (ভারত)।
ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান (আলিগড়)।
খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন মাওলানা আকবর শরিফ (ভারত)।
জুমার নামাজে ইমামতি করবে মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খাতিব।
বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।
টঙ্গীর তুরাগ তীরে গতকাল মাগরিবের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে প্রথম পর্বের প্রথম ধাপের এই ইজতেমায় বিদেশি মেহমান ছাড়াও দেশের ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছেন।
শুক্রবার ফজরের পর বয়ান শুরু হয়েছে। দিনভর দেশ-বিদেশের আলেমদের বয়ান, তালিমের আমলসহ নানা কর্মসূচি রয়েছে। আজকের অন্যতম আকর্ষণ থাকছে বড় জামাতে জুমার নামাজ আদায়।
তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে মূলত ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল রাত পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন।
তিনি জানান, শুক্রবার ফজরের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এর তরজমা (অনুবাদ) করেন মাওলানা নুরুর রহমান।
সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন মাওলানা জামাল (ভারত)। সকাল ১০টায় হবে শিক্ষকদের বয়ান। বয়ানের মিম্বারে বয়ান করবেন মাওলানা ফারাহিম (ভারত)।
ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান (আলিগড়)।
খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন মাওলানা আকবর শরিফ (ভারত)।
জুমার নামাজে ইমামতি করবে মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খাতিব।
বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।
মক্কার মসজিদুল হারামের অন্যতম পবিত্র স্থান হাতিম। কাবার মূল কাঠামোর অংশ হিসেবে বিবেচিত এ স্থানটি মুসল্লিদের জন্য অত্যন্ত সম্মানিত ও নামাজ আদায়ের আকাঙ্ক্ষিত জায়গা। এখানে শৃঙ্খলাপূর্ণ উপায়ে ইবাদত নিশ্চিত করতে পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
১ দিন আগেখাদ্যগ্রহণ যেমন ক্ষুধা মেটানোর জন্য অপরিহার্য, প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে খাদ্যগ্রহণের ক্ষেত্রে উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। মানুষ যা খায়, যেভাবে খায়—তা তার চরিত্র, নীতি ও রুচির পরিচয় বহন করে। তাই ইসলাম আমাদের খাওয়ার উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার শিখিয়েছে।
২ দিন আগেসম্প্রতি ইসলামি আলোচক আমীর হামজা আল্লাহর রাসুল (সা.)–কে ‘সাংবাদিক’ বলেছেন। তিনি যুক্তি দিয়েছেন, যেহেতু নবী (সা.) ছিলেন আল্লাহর বার্তাবাহক, তাই রূপক অর্থে তাঁকে সাংবাদিক বলা যেতে পারে। কিন্তু বাস্তবে এই তুলনা ইসলামি দৃষ্টিকোণ থেকে বিভ্রান্তিকর এবং রাসুলের মর্যাদার পরিপন্থী।
৬ দিন আগেআমাদের সমাজে বেশ পরিচিত দুটি শব্দ হলো অলি-আওলিয়া। বাঙালি মুসলমান সমাজে সাধারণত মুসলমানদের একটি বিশেষ শ্রেণিকে অলি-আওলিয়া মনে করা হয়। অলি-আওলিয়াদের বিশেষ মর্যাদা ও ক্ষমতা আছে এমন বিশ্বাসও সাধারণ মুসলমানদের রয়েছে।
৬ দিন আগে