আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না: আজহারী

আতিকুর রহমান নগরী

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না: আজহারী
মিজানুর রহমান আজহারী।

‘আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না’ বলে মন্তব্য করেছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন আজহারী।

বিজ্ঞাপন

পোস্টে একটি ফটোকার্ড জুড়ে দেন আজহারী। সেই ফটোকার্ডে সহিহ বুখারির ২৯৬৬ নম্বর হাদিস তুলে ধরেন। এতে লেখা রয়েছে—‘আপনি তাদেরকে পরাজিত করুন এবং আমাদেরকে তাদের উপর বিজয় দান করুন।’

Azhari

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন—‘আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না’। তাছাড়া পোস্টের কমেন্টে সুরা আল-বাকারার ২১৪ নম্বর আয়াত তুলে ধরেন এই ইসলামিক স্কলার। এতে লেখা—‘নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন