বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ

লড়াই হবে যাদের মধ্যে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৯: ০০

সাইম আইয়ুব-তানজিম হাসান সাকিব

বিজ্ঞাপন

ইনজুরি থেকে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেছেন তরুণ পাকিস্তানি ব্যাটার সাইয়ুম আইয়ুব। বাংলাদেশের বিপক্ষেও এই তরুণ তার সহজাত খেলাটা উপহার দিতে পারেন।

বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ তানজিম হাসান সাকিব। ঘরের মাঠে নিজেকে এরই মধ্যে প্রমাণ করেছেন যুব বিশ্বকাপ জয়ী এই তুর্কি। পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী পারফরম্যান্স দলকে সাফল্য এনে দিতে পারে। তার সঙ্গে লড়াইটা হবে ওপেনার সাইমের।

ফখর জামান – হাসান মাহমুদ

ম্যাচের শুরুতে ভালো শুরু এনে দেওয়ার জন্য বেশ নামডাক আছে ফখর জামানের। বাংলাদেশের বিপক্ষেও সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ভালো শুরু এনে দিতে পারেন এই অভিজ্ঞ ব্যাটার।

ফখরের সামনে চ্যালেঞ্জ হতে পারেন হাসান মাহমুদ। ম্যাচের শুরুতেই হাসান পাকিস্তানি ওপেনারের ঝড় থামাতে পারলে সেটা বাংলাদেশের জন্য হবে দুর্দান্ত।

লিটন দাস-নাসিম শাহ

বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস। সবশেষ আরব আমিরাত সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন এই ওপেনার। অধিনায়ক এবং ব্যাটার- দুই দিকেই লিটনের পারফরম্যান্স তলানিতে।

লিটনের সামনে বড় চ্যালেঞ্জ হতে পারেন পাকিস্তানের তরুণ নাসিম শাহ। যিনি নতুন বলে দলের সবচেয়ে অভিজ্ঞ অস্ত্র। তার মাপা বোলিংয়ের সামনে আরেকবার কঠিন পরীক্ষা দিতে হতে পারে লিটনকে।

পারভেজ হোসেন ইমন-হারিস রউফ

আরব আমিরাত সিরিজে দারুণ ছন্দে ছিলেন পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচ ম্যাচজয়ী সেঞ্চুরি করে নিজেকে জানান দিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী ইমন। পাকিস্তানের বিপক্ষেও নিজের সেই ফর্ম ধরে রাখতে চাইবেন এই তরুণ।

তবে ইমনের জন্য কাজটা মোটেও সহজ হবে না। তার সামনে সবচেয়ে বড় বাধা হতে পারেন পাকিস্তানের অভিজ্ঞ গতি তারকা হারিস রউফ। যিনি সিরিজের প্রথম ম্যাচেই ম্যাচজয়ী বোলিংয়ে দলকে এগিয়ে নিয়ে আশাবাদী।

দুই দলের মূল খেলোয়াড়

পাকিস্তান : সালমান আলী আগা, শাদাব খান, ফখর জামান, আবরার আহমেদ, নাসিম শাহ।

বাংলাদেশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত