রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উদযাপনে ঘটে গেছে হৃদয় বিদারক ঘটনা। ভীড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন বেঙ্গালুরু সমর্থক। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ। এই ঘটনায় বিরাট কোহলি, তার দল বেঙ্গালুরুর পাশাপাশি আইপিএল কর্তৃপক্ষ শোক প্রকাশ করে বার্তা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বেঙ্গালুরু লিখেছে, ‘চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল জয়ী দল উপস্থিত হওয়ার কথা শুনে বিশাল জনসমাগত হয়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। এজন্য আমরা মর্মাহত। সকলের নিরাপত্তা এবং সুস্থতা গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরু কর্তৃপক্ষ এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছে। আপনজন হারানো সকল পরিবারকে মববেদনা জানানো হচ্ছে।’
ইনস্টাগ্রাম বার্তায় কোহলি লিখেছেন, ‘এটা অত্যন্ত হৃদয়বিদারক এক ঘটনা। কিভাবে ভাষায় প্রকাশ করব বুঝতে পারছি না।’
ওই ঘটনায় আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। স্টেডিয়ামের বাইরে কি হচ্ছে সে সম্পর্কে বেঙ্গালুরু কর্তৃপক্ষ কিছু জানতো না। বিষয়টি জানার পর তারা শিরোপা উদযাপন অনুষ্ঠান সংক্ষিপ্ত করে আনে। আমাদের পক্ষ থেকেও উৎসব বন্ধ করার অনুরোধ করা হয়েছিল।’

