এসএ টি-টোয়েন্টি

এমআই কেপটাউন এবং রশিদের প্রথম শিরোপা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৫৩
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৫৩

এসএ টি-টোয়েন্টির তৃতীয় আসরের শিরোপা জিতেছে এমআই কেপটাউন। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে এটা তাদের প্রথম শিরোপা। ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানে হারিয়েছে রশিদ খানের কেপটাউন। কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়ক হিসেবে এটা রশিদের প্রথম শিরোপা।

এসএ টি-টোয়েন্টির প্রথম ২ আসরে টানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সানরাইজার্স। তাই হ্যাটট্রিকের সুযোগ ছিল তাদের সামনে। যদিও সেটা হতে দেয়নি কেপটাউন। ফাইনালকে একপেশে বানিয়ে ফেলে তারা।

বিজ্ঞাপন

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮১ রান জড়ো করে কেপটাউন। জবাবে কাগিসো রাবাদা ও ট্রেন্ট বোল্টের বোলিং তোপে পড়ে মাত্র ১০৫ রানে অলআউট হয় সানরাইজার্স। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন টম আবেল। ২৬ রান আসে টনি ডি জর্জির ব্যাট থেকে। ২৫ রানে ৪ উইকেট নেন রাবাদা। বোল্টের শিকার ২ উইকেট। মাত্র ৯ রান খরচ করেন এই পেসার।

এর আগে দলীয় প্রচেষ্টায় বড় পুঁজি পায় কেপটাউন। ৩৯ রানের ইনিংস খেলেন কনর এস্টারহুইজেন। ১ রান কম করেন দেওয়াল্ড ব্রেভিস। এছাড়া রায়ান রিকেলটন ৩৩, ভ্যান ডার ডুসেন ২৩ ও জর্জ লিন্ডে করেন ২০ রান। সানরাইজার্সের হয়ে মার্কো জানসেন, রিচার্ড গ্লিসন ও লিয়াম ডসন ২টি করে উইকেট নেন।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত