
রশিদ খানের দ্বিতীয় বিয়ে
রশিদ খান বিয়ে করেছেন ২০২৪ সালের অক্টোবরে। বেশ ঘটা করেই বিয়েবন্ধনে আবদ্ধ হন এই আফগান সুপারস্টার। আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একইসঙ্গে বিয়ে করেন তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানও।

রশিদ খান বিয়ে করেছেন ২০২৪ সালের অক্টোবরে। বেশ ঘটা করেই বিয়েবন্ধনে আবদ্ধ হন এই আফগান সুপারস্টার। আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একইসঙ্গে বিয়ে করেন তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানও।

আফগান ক্রিকেটে শোকের ছায়া
পাকিস্তানের বিমান হামলায় স্থানীয় তিন ক্রিকেটার নিহতের ঘটনায় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। আগামী মাসের ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এশিয়ার আরেক দল শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজটি আয়োজনের কথা ছিল পাকিস্তানের।

সাকিব আল হাসান ও টিম সাউদি সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরে তো সাকিব টি-টোয়েন্টি থেকে অবসরই নিয়েছেন। তাদের দুজন দীর্ঘদিন না খেলায় রশিদ খান চূড়ায় উঠে গেছেন খুব সহজেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড ভেঙে দিয়েছেন রশিদ।

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (২৯ আগস্ট) পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হবে। তার আগে দর্শকদের শাস্তির বার্তা দিয়েছেন রশিদ খান।