৬৫০ উইকেট শিকারে রশিদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০২: ০০
রশিদ খানের উইকেট উদযাপন

আন্তর্জাতিক ক্রিকেটে রশিদ খানের অভিষেক ২০১৫ সালে। আফগান জার্সিতে ওয়ানডের সঙ্গে সে বছর খেলে ফেলেন টি-টোয়েন্টিও। সে থেকেই তারকা এই লেগস্পিনার বনে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের শুভেচ্ছা দূত। ১০ বছরের বর্ণিল ক্যারিয়ারে এই ফরম্যাটে স্বীকৃত ম্যাচে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড এখন তার। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ ৩ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৬৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রশিদ।

বিজ্ঞাপন

দ্য হান্ড্রেড ১০০ বলের টুর্নামেন্ট। তারপরও এই আসরের সব রেকর্ড টি-টোয়েন্টির হিসাবে গণনা করা হয়। টুর্নামেন্টটির এবারের আসরের উদ্বোধনী ম্যাচে ওভাল ইনভিন্সিবলের জার্সি গায়ে লন্ডন স্প্রিটের হয়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ। সে সুবাদে তার উইকেট শিকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫১তে।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দুইয়ে রয়েছেন ডোয়াইন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকার উইকেট ৬৩১। ৪১ বছরের এই অলরাউন্ডার এখন অবশ্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোচিংই করান বেশি। তিনে আছেন সুনীল নারাইন। ক্যারিবীয় এই স্টার খেলোয়াড়ের উইকেট ৫৮৯। লিস্টের চতুর্থ বোলার ইমরান তাহির। আর পঞ্চম ক্রিকেটার সাকিব আল হাসান। তাহিরের নামের পাশে রয়েছে ৫৪৭ উইকেট। আর সাকিব পেয়েছেন ৪৯৮ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পাঁচে থাকা ক্রিকেটারদের মধ্যে এখনো মাঠে দাপট দেখিয়ে যাচ্ছেন কেবল নারাইন ও রশিদ।

তবে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে রশিদ দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী। এলিট লেভেলে তার উইকেট ১৬১। তারচেয়ে ৩ উইকেট বেশি পেয়েছেন সাবেক পেসার টিম সাউদি। মানে, এবারের এশিয়া কাপেই রেকর্ডটি নিজের দখলে নিয়ে ফেলতে পারেন রশিদ। এই লিস্টেও রয়েছে সাকিবের নাম। তার নামের পাশে রয়েছে ১৪৯টি উইকেট। চতুর্থ সর্বাধিক উইকেটের মালিক বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টির সেরা ৫ উইকেট শিকারী

বোলার ম্যাচ উইকেট সেরা বোলিং

রশিদ খান ৪৮২ ৬৫১ ৬/১৭

ডোয়াইন ব্রাভো ৫৮২ ৬৩১ ৫/২৩

সুনীল নারাইন ৫৫৪ ৫৮৯ ৫/১৯

ইমরান তাহির ৪৩৪ ৫৪৭ ৫/২৩

সাকিব আল হাসান ৪৫১ ৪৯৮ ৬/৬

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত