স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে রশিদ খানের অভিষেক ২০১৫ সালে। আফগান জার্সিতে ওয়ানডের সঙ্গে সে বছর খেলে ফেলেন টি-টোয়েন্টিও। সে থেকেই তারকা এই লেগস্পিনার বনে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের শুভেচ্ছা দূত। ১০ বছরের বর্ণিল ক্যারিয়ারে এই ফরম্যাটে স্বীকৃত ম্যাচে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড এখন তার। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ ৩ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৬৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রশিদ।
দ্য হান্ড্রেড ১০০ বলের টুর্নামেন্ট। তারপরও এই আসরের সব রেকর্ড টি-টোয়েন্টির হিসাবে গণনা করা হয়। টুর্নামেন্টটির এবারের আসরের উদ্বোধনী ম্যাচে ওভাল ইনভিন্সিবলের জার্সি গায়ে লন্ডন স্প্রিটের হয়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ। সে সুবাদে তার উইকেট শিকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫১তে।
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দুইয়ে রয়েছেন ডোয়াইন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকার উইকেট ৬৩১। ৪১ বছরের এই অলরাউন্ডার এখন অবশ্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোচিংই করান বেশি। তিনে আছেন সুনীল নারাইন। ক্যারিবীয় এই স্টার খেলোয়াড়ের উইকেট ৫৮৯। লিস্টের চতুর্থ বোলার ইমরান তাহির। আর পঞ্চম ক্রিকেটার সাকিব আল হাসান। তাহিরের নামের পাশে রয়েছে ৫৪৭ উইকেট। আর সাকিব পেয়েছেন ৪৯৮ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পাঁচে থাকা ক্রিকেটারদের মধ্যে এখনো মাঠে দাপট দেখিয়ে যাচ্ছেন কেবল নারাইন ও রশিদ।
তবে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে রশিদ দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী। এলিট লেভেলে তার উইকেট ১৬১। তারচেয়ে ৩ উইকেট বেশি পেয়েছেন সাবেক পেসার টিম সাউদি। মানে, এবারের এশিয়া কাপেই রেকর্ডটি নিজের দখলে নিয়ে ফেলতে পারেন রশিদ। এই লিস্টেও রয়েছে সাকিবের নাম। তার নামের পাশে রয়েছে ১৪৯টি উইকেট। চতুর্থ সর্বাধিক উইকেটের মালিক বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টির সেরা ৫ উইকেট শিকারী
বোলার ম্যাচ উইকেট সেরা বোলিং
রশিদ খান ৪৮২ ৬৫১ ৬/১৭
ডোয়াইন ব্রাভো ৫৮২ ৬৩১ ৫/২৩
সুনীল নারাইন ৫৫৪ ৫৮৯ ৫/১৯
ইমরান তাহির ৪৩৪ ৫৪৭ ৫/২৩
সাকিব আল হাসান ৪৫১ ৪৯৮ ৬/৬
আন্তর্জাতিক ক্রিকেটে রশিদ খানের অভিষেক ২০১৫ সালে। আফগান জার্সিতে ওয়ানডের সঙ্গে সে বছর খেলে ফেলেন টি-টোয়েন্টিও। সে থেকেই তারকা এই লেগস্পিনার বনে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের শুভেচ্ছা দূত। ১০ বছরের বর্ণিল ক্যারিয়ারে এই ফরম্যাটে স্বীকৃত ম্যাচে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড এখন তার। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ ৩ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৬৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রশিদ।
দ্য হান্ড্রেড ১০০ বলের টুর্নামেন্ট। তারপরও এই আসরের সব রেকর্ড টি-টোয়েন্টির হিসাবে গণনা করা হয়। টুর্নামেন্টটির এবারের আসরের উদ্বোধনী ম্যাচে ওভাল ইনভিন্সিবলের জার্সি গায়ে লন্ডন স্প্রিটের হয়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ। সে সুবাদে তার উইকেট শিকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫১তে।
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দুইয়ে রয়েছেন ডোয়াইন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকার উইকেট ৬৩১। ৪১ বছরের এই অলরাউন্ডার এখন অবশ্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোচিংই করান বেশি। তিনে আছেন সুনীল নারাইন। ক্যারিবীয় এই স্টার খেলোয়াড়ের উইকেট ৫৮৯। লিস্টের চতুর্থ বোলার ইমরান তাহির। আর পঞ্চম ক্রিকেটার সাকিব আল হাসান। তাহিরের নামের পাশে রয়েছে ৫৪৭ উইকেট। আর সাকিব পেয়েছেন ৪৯৮ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পাঁচে থাকা ক্রিকেটারদের মধ্যে এখনো মাঠে দাপট দেখিয়ে যাচ্ছেন কেবল নারাইন ও রশিদ।
তবে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে রশিদ দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী। এলিট লেভেলে তার উইকেট ১৬১। তারচেয়ে ৩ উইকেট বেশি পেয়েছেন সাবেক পেসার টিম সাউদি। মানে, এবারের এশিয়া কাপেই রেকর্ডটি নিজের দখলে নিয়ে ফেলতে পারেন রশিদ। এই লিস্টেও রয়েছে সাকিবের নাম। তার নামের পাশে রয়েছে ১৪৯টি উইকেট। চতুর্থ সর্বাধিক উইকেটের মালিক বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টির সেরা ৫ উইকেট শিকারী
বোলার ম্যাচ উইকেট সেরা বোলিং
রশিদ খান ৪৮২ ৬৫১ ৬/১৭
ডোয়াইন ব্রাভো ৫৮২ ৬৩১ ৫/২৩
সুনীল নারাইন ৫৫৪ ৫৮৯ ৫/১৯
ইমরান তাহির ৪৩৪ ৫৪৭ ৫/২৩
সাকিব আল হাসান ৪৫১ ৪৯৮ ৬/৬
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে