দর্শকদের উদ্দেশ্যে রশিদের শান্তির বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৪: ২৯

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (২৯ আগস্ট) পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হবে। তার আগে দর্শকদের শাস্তির বার্তা দিয়েছেন রশিদ খান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। আসন্ন ম্যাচের আগে ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তিক্ত অভিজ্ঞতার কথা মনে পড়ে গেছে রশিদের।

বিজ্ঞাপন

সুপার ফোরের সে ম্যাচে পাকিস্তানের কাছে এক উইকেটে হারে আফগানিস্তান। সে ম্যাচে বিরোধে জড়িয়ে পড়েন পাকিস্তানের আসিফ আলী ও আফগানিস্তানের ফরিদ আহমেদ। এমনকি ম্যাচ শেষে গ্যালারিতে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। আবার তেমন কিছুর পুনরাবৃত্তি হোক সেটা চান না তারকা লেগস্পিনার।

রশিদ বলেন, ‘আপনার মাঠে শান্তিপূর্ণভাবে খেলা দেখবেন। এই খেলাটি সবাইকে কাছে টানে। সবাইকে উদ্দেশ্য করে আমার এই বার্তা। খেলাটা কেবল উপভোগের বিষয়। আমরা ক্রিকেটাররাও ক্রিকেট উপভোগ করি। একই সঙ্গে দর্শকদেরও বিনোদিত করার চেষ্টা করি। আমার আহ্বান থাকবে- দর্শকরা যেন নিজ নিজ দলের সমর্থকন করেন এবং শাস্তিপূর্ণভাবে খেলা উপভোগ করেন।’

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত