আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইপিএলে ‘অচেনা’ রশিদ

স্পোর্টস ডেস্ক
আইপিএলে ‘অচেনা’ রশিদ

আইপিএলের ইতিহাসের সেরা বোলারদের একজন রশিদ খান। মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি উইকেট নেওয়ার দারুণ ক্ষমতা থাকায় ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্কের আরেক নাম রশিদ। যদিও আইপিএলের এবারের আসরে রীতিমতো অচেনা এই তারকা লেগস্পিনার। বল হাতে নিজের চিরচেনা রূপ দেখাতে ব্যর্থ হচ্ছেন রশিদ।

গুজরাট টাইটান্সের হয়ে এবারের আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে মাঠে নেমেছেন রশিদ। যেখানে ৪৭ ওভার বল করে দিয়েছেন ৪৪১ রান। ইকোনমি ৯.৩৮। বোলিং গড় ৫৫.১৩। ২০১৭ সালে অভিষেকের পর থেকে আইপিএলে এতো বেশি ইকোনমি রেটে বোলিং করেননি আফগান তারকা। আগের আসরে ৮.৪০ ইকোনমিতে বল করেছিলেন রশিদ।

বিজ্ঞাপন

খরুচে বোলিংয়ের পাশাপাশি উইকেট নেওয়ার দিক থেকেও বেশ পিছিয়ে রশিদ। এবারের আসরে মাত্র ছয় ম্যাচে উইকেট শিকার করেছেন- আটটি। অর্থ্যাৎ একটি উইকেটের জন্য ৩৫ বলের বেশি করতে হয়েছে রশিদকে। ২৫ রানে ২ উইকেট এবারের আসরে সর্বোচ্চ বোলিং ফিগার তার।

অবশ্য ফর্ম ফিরে পাওয়ার সুযোগ থাকছে রশিদের সামনে। দুর্দান্ত পারফর্ম করে সবার আগে প্লে অফে জায়গা করে নিয়েছে তার দল গুজরাট। তাই রশিদ চাইবেন ব্যর্থতা ঝেড়ে বাকি অংশে নিজের সেরাটা দিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিয়ে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন