আইপিএলে ‘অচেনা’ রশিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৬: ১০
আপডেট : ২৫ মে ২০২৫, ১৯: ২৬

আইপিএলের ইতিহাসের সেরা বোলারদের একজন রশিদ খান। মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি উইকেট নেওয়ার দারুণ ক্ষমতা থাকায় ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্কের আরেক নাম রশিদ। যদিও আইপিএলের এবারের আসরে রীতিমতো অচেনা এই তারকা লেগস্পিনার। বল হাতে নিজের চিরচেনা রূপ দেখাতে ব্যর্থ হচ্ছেন রশিদ।

গুজরাট টাইটান্সের হয়ে এবারের আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে মাঠে নেমেছেন রশিদ। যেখানে ৪৭ ওভার বল করে দিয়েছেন ৪৪১ রান। ইকোনমি ৯.৩৮। বোলিং গড় ৫৫.১৩। ২০১৭ সালে অভিষেকের পর থেকে আইপিএলে এতো বেশি ইকোনমি রেটে বোলিং করেননি আফগান তারকা। আগের আসরে ৮.৪০ ইকোনমিতে বল করেছিলেন রশিদ।

বিজ্ঞাপন

খরুচে বোলিংয়ের পাশাপাশি উইকেট নেওয়ার দিক থেকেও বেশ পিছিয়ে রশিদ। এবারের আসরে মাত্র ছয় ম্যাচে উইকেট শিকার করেছেন- আটটি। অর্থ্যাৎ একটি উইকেটের জন্য ৩৫ বলের বেশি করতে হয়েছে রশিদকে। ২৫ রানে ২ উইকেট এবারের আসরে সর্বোচ্চ বোলিং ফিগার তার।

অবশ্য ফর্ম ফিরে পাওয়ার সুযোগ থাকছে রশিদের সামনে। দুর্দান্ত পারফর্ম করে সবার আগে প্লে অফে জায়গা করে নিয়েছে তার দল গুজরাট। তাই রশিদ চাইবেন ব্যর্থতা ঝেড়ে বাকি অংশে নিজের সেরাটা দিতে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত