রশিদ খানের দ্বিতীয় বিয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৬: ০০

রশিদ খান বিয়ে করেছেন ২০২৪ সালের অক্টোবরে। বেশ ঘটা করেই বিয়েবন্ধনে আবদ্ধ হন এই আফগান সুপারস্টার। আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একইসঙ্গে বিয়ে করেন তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানও। সেই অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন আফগান তারকা মোহাম্মদ নবি, মুজিব-উর-রহমান, আজমতুল্লাহ ওমরজাই, নজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, ফজল হক ফারুকী। বিয়ের অনুষ্ঠানে আলো ছড়িয়েছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিসি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নসিব খানও। এ খবর তো পুরোনো।

বিজ্ঞাপন

রশিদ খান এবার আবার খবরের শিরোনাম হলেন। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, এবার তার খবর হওয়ার কারণও একই- বিয়ে। কথাটা শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। হওয়ারই কথা। বিস্ময় উপহার দিয়ে আবারও বিয়ে করেছেন রশিদ। তার মানে যেটা দাঁড়াল, সেটা হলো- এটি তার দ্বিতীয় বিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে রশিদ দ্বিতীয় বিয়ের কথা সরাসরি স্বীকার না করলেও পাকিস্তানের সংবাদমাধ্যম দুনিয়া নিউজসহ একাধিক সংবাদমাধ্যম বলছে, দ্বিতীয় বিয়ে করেছেন তিনি।

দিন কয়েক আগে একটি দাতব্য অনুষ্ঠানে এক নারীকে নিয়ে হাজির হয়েছিলেন রশিদ। সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনার ঝড় ওঠে। সবার কৌতূহল মিটিয়ে সোমবার রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে রশিদ জানিয়েছেন, সেই নারী তার সহধর্মিণী। তিন মাস আগে তাকে বিয়ে করেছেন।

ভার্চুয়াল জগতের নানা আলোচনা চোখে পড়তেই ইনস্টাগ্রামে রশিদ লিখেছেন, ‘২০২৫ সালের ২ আগস্ট আমি জীবনের নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছি, যিনি ভালোবাসা, শান্তি আর জুটির প্রতীক। এমনটাই আমি সব সময় আশা করতাম।’

স্ত্রী সম্পর্কে রশিদ আরো লেখেন, ‘সম্প্রতি আমার স্ত্রীকে একটি দাতব্য অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। দুঃখজনক হলো, এত সাধারণ একটা বিষয় নিয়েও নানা অনুমান শুরু হয়েছে। সত্যিটা খুব সহজ; তিনি আমার স্ত্রী আর আমরা একসঙ্গে আছি। কিছুই লুকোনো নয়। যারা আমাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

রশিদ খান
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত