
স্পোর্টস ডেস্ক

দ্য হান্ড্রেডে ভুলে যাওয়ার মতো একটা দিন পার করলেন রশিদ খান। বল হাতে এদিন বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে ক্যারিয়ারের সবচেয়ে খরুচে স্পেল করেছেন আফগানিস্তানের এই লেগস্পিনার।
রশিদের খরুচে বোলিংয়ের দিনে ওভাল ইনভিন্সিবলসকে ৪ উইকেটে হারিয়েছে বার্মিংহাম। এজবাস্টনে আগে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ১৮০ রান করে ওভাল। জবাবে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।
রান তাড়া করতে নেমে রশিদের ওপরই সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেয় বার্মিংহাম। ২০ বলে ৫৯ রান খরচ করেন সময়ের সেরা লেগস্পিনারদের একজন। কোনো উইকেট নিতে পারেননি। তাতেই দা হান্ড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেলের বিব্রতকর রেকর্ড গড়লেন রশিদ। চারটি চারের পাশাপাশি ছয়টি ছয় হজম করেন তিনি।
রশিদের বাজে বোলিংয়ের দিনে বার্মিংহামের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন লিয়াম লিভিংস্টোন। ২৭ বলে ৫ চার ও ৭ ছয়ের সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। ৫১ রান এনে দেন উইল স্মিড। ২৯ বলে ৫ চারের পাশাপাশি চারটি ছয় মারেন এই ওপেনার। এছাড়া ১৪ বলে ২৭ রান করেন জো ক্লার্ক।
ওভালের হয়ে ১৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান খরচ করেন টম কারান। ১৩ বলে ২৮ রান দেন সাকিব মাহমুদ। ৩ উইকেট নেন এই পেসার।
এর আগে ডনোভান ফেরেইরা ও জর্ডান কক্সের ব্যাটে চড়ে এই পুঁজি পায় ওভাল। ২৯ বলে ৬৩ রান করেন ফেরেইরা। কক্সের অবদান ৪৪ রান। ৩০ বল খেলেন তিনি। ১০ বলে ১৭ রান করেন স্যাম বিলিংস।

দ্য হান্ড্রেডে ভুলে যাওয়ার মতো একটা দিন পার করলেন রশিদ খান। বল হাতে এদিন বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে ক্যারিয়ারের সবচেয়ে খরুচে স্পেল করেছেন আফগানিস্তানের এই লেগস্পিনার।
রশিদের খরুচে বোলিংয়ের দিনে ওভাল ইনভিন্সিবলসকে ৪ উইকেটে হারিয়েছে বার্মিংহাম। এজবাস্টনে আগে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ১৮০ রান করে ওভাল। জবাবে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।
রান তাড়া করতে নেমে রশিদের ওপরই সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেয় বার্মিংহাম। ২০ বলে ৫৯ রান খরচ করেন সময়ের সেরা লেগস্পিনারদের একজন। কোনো উইকেট নিতে পারেননি। তাতেই দা হান্ড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেলের বিব্রতকর রেকর্ড গড়লেন রশিদ। চারটি চারের পাশাপাশি ছয়টি ছয় হজম করেন তিনি।
রশিদের বাজে বোলিংয়ের দিনে বার্মিংহামের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন লিয়াম লিভিংস্টোন। ২৭ বলে ৫ চার ও ৭ ছয়ের সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। ৫১ রান এনে দেন উইল স্মিড। ২৯ বলে ৫ চারের পাশাপাশি চারটি ছয় মারেন এই ওপেনার। এছাড়া ১৪ বলে ২৭ রান করেন জো ক্লার্ক।
ওভালের হয়ে ১৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান খরচ করেন টম কারান। ১৩ বলে ২৮ রান দেন সাকিব মাহমুদ। ৩ উইকেট নেন এই পেসার।
এর আগে ডনোভান ফেরেইরা ও জর্ডান কক্সের ব্যাটে চড়ে এই পুঁজি পায় ওভাল। ২৯ বলে ৬৩ রান করেন ফেরেইরা। কক্সের অবদান ৪৪ রান। ৩০ বল খেলেন তিনি। ১০ বলে ১৭ রান করেন স্যাম বিলিংস।

দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৪ ঘণ্টা আগে
দারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগে
বার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৫ ঘণ্টা আগে
বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৮ ঘণ্টা আগে