রশিদের ভুলে যাওয়ার মতো দিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১: ৪৪
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১২: ৫৩

দ্য হান্ড্রেডে ভুলে যাওয়ার মতো একটা দিন পার করলেন রশিদ খান। বল হাতে এদিন বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে ক্যারিয়ারের সবচেয়ে খরুচে স্পেল করেছেন আফগানিস্তানের এই লেগস্পিনার।

রশিদের খরুচে বোলিংয়ের দিনে ওভাল ইনভিন্সিবলসকে ৪ উইকেটে হারিয়েছে বার্মিংহাম। এজবাস্টনে আগে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ১৮০ রান করে ওভাল। জবাবে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

রান তাড়া করতে নেমে রশিদের ওপরই সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেয় বার্মিংহাম। ২০ বলে ৫৯ রান খরচ করেন সময়ের সেরা লেগস্পিনারদের একজন। কোনো উইকেট নিতে পারেননি। তাতেই দা হান্ড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেলের বিব্রতকর রেকর্ড গড়লেন রশিদ। চারটি চারের পাশাপাশি ছয়টি ছয় হজম করেন তিনি।

রশিদের বাজে বোলিংয়ের দিনে বার্মিংহামের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন লিয়াম লিভিংস্টোন। ২৭ বলে ৫ চার ও ৭ ছয়ের সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। ৫১ রান এনে দেন উইল স্মিড। ২৯ বলে ৫ চারের পাশাপাশি চারটি ছয় মারেন এই ওপেনার। এছাড়া ১৪ বলে ২৭ রান করেন জো ক্লার্ক।

ওভালের হয়ে ১৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান খরচ করেন টম কারান। ১৩ বলে ২৮ রান দেন সাকিব মাহমুদ। ৩ উইকেট নেন এই পেসার।

এর আগে ডনোভান ফেরেইরা ও জর্ডান কক্সের ব্যাটে চড়ে এই পুঁজি পায় ওভাল। ২৯ বলে ৬৩ রান করেন ফেরেইরা। কক্সের অবদান ৪৪ রান। ৩০ বল খেলেন তিনি। ১০ বলে ১৭ রান করেন স্যাম বিলিংস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত