আইপিএল

রশিদের বিব্রতকর রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৬: ০০
আপডেট : ০১ জুন ২০২৫, ১৪: ৩৭
আফগান স্পিনার রশিদ খান, ছবি: বিসিসিআই

বিব্রতকর রেকর্ডের মালিক হলেন রশিদ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ড গড়লেন আফগানিস্তানের এই লেগস্পিনার। এমন রেকর্ডের দিন আইপিএলের এবারের আসর থেকে বিদায় নিয়েছে তার দল গুজরাট টাইটানস।

বিজ্ঞাপন

এবারের আসরটা মোটেই ভালো কাটেনি রশিদ খানের। আইপিএলের খেলা বিগত আট মৌসুমের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স করলেন আফগানদের সেরা তারকা। ২০১৭ থেকে আইপিএলে খেলছেন তিনি। প্রথমবারের মতো আইপিএলের কোনো মৌসুমে ১০ উইকেটের কম শিকার করলেন।

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ২০ রানে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নিয়েছেন গুজরাট। ম্যাচে বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। হজম করেছেন ম্যাচে দুই ছক্কা। আর তাতেই সব মিলিয়ে আসরে তার ছক্কা হজমের সংখ্যা হলো ৩৩টি। যা কিনা আইপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ড।

৩১টি ছক্কা হজম করে এতদিন বিব্রতকর রেকর্ডটির মালিক ছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এবার তাকে মুক্তি দিলেন রশিদ। মোহাম্মদ সিরাজ ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ১৫ ইনিংসে ৩১টি ছক্কা খেয়েছিলেন। ২০২৪ সালের আসরে ৩০টি ছক্কা হজম করে তালিকায় তিনে আছেন যুজবেন্দ্র চাহাল। ২০২২ আসরে শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হজম করেন ৩০টি ছক্কা।

এবারের আসরে রশিদকে যেভাবে ছক্কার বন্যায় ভাসিয়েছেন ব্যাটাররা, তাতে উইকেট সংখ্যাও নেমেছে দশের নিচে। এটাই তার প্রথম দশের নিচে উইকেট পাওয়া আইপিএল মৌসুম। ১৫ ম্যাচে ৯.৩৪ গড়ে তিনি ৯টি উইকেট নিয়েছেন। মোট রান দিয়েছেন ৫১৪।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত