আইপিএল
স্পোর্টস ডেস্ক
বিব্রতকর রেকর্ডের মালিক হলেন রশিদ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ড গড়লেন আফগানিস্তানের এই লেগস্পিনার। এমন রেকর্ডের দিন আইপিএলের এবারের আসর থেকে বিদায় নিয়েছে তার দল গুজরাট টাইটানস।
এবারের আসরটা মোটেই ভালো কাটেনি রশিদ খানের। আইপিএলের খেলা বিগত আট মৌসুমের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স করলেন আফগানদের সেরা তারকা। ২০১৭ থেকে আইপিএলে খেলছেন তিনি। প্রথমবারের মতো আইপিএলের কোনো মৌসুমে ১০ উইকেটের কম শিকার করলেন।
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ২০ রানে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নিয়েছেন গুজরাট। ম্যাচে বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। হজম করেছেন ম্যাচে দুই ছক্কা। আর তাতেই সব মিলিয়ে আসরে তার ছক্কা হজমের সংখ্যা হলো ৩৩টি। যা কিনা আইপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ড।
৩১টি ছক্কা হজম করে এতদিন বিব্রতকর রেকর্ডটির মালিক ছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এবার তাকে মুক্তি দিলেন রশিদ। মোহাম্মদ সিরাজ ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ১৫ ইনিংসে ৩১টি ছক্কা খেয়েছিলেন। ২০২৪ সালের আসরে ৩০টি ছক্কা হজম করে তালিকায় তিনে আছেন যুজবেন্দ্র চাহাল। ২০২২ আসরে শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হজম করেন ৩০টি ছক্কা।
এবারের আসরে রশিদকে যেভাবে ছক্কার বন্যায় ভাসিয়েছেন ব্যাটাররা, তাতে উইকেট সংখ্যাও নেমেছে দশের নিচে। এটাই তার প্রথম দশের নিচে উইকেট পাওয়া আইপিএল মৌসুম। ১৫ ম্যাচে ৯.৩৪ গড়ে তিনি ৯টি উইকেট নিয়েছেন। মোট রান দিয়েছেন ৫১৪।
বিব্রতকর রেকর্ডের মালিক হলেন রশিদ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ড গড়লেন আফগানিস্তানের এই লেগস্পিনার। এমন রেকর্ডের দিন আইপিএলের এবারের আসর থেকে বিদায় নিয়েছে তার দল গুজরাট টাইটানস।
এবারের আসরটা মোটেই ভালো কাটেনি রশিদ খানের। আইপিএলের খেলা বিগত আট মৌসুমের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স করলেন আফগানদের সেরা তারকা। ২০১৭ থেকে আইপিএলে খেলছেন তিনি। প্রথমবারের মতো আইপিএলের কোনো মৌসুমে ১০ উইকেটের কম শিকার করলেন।
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ২০ রানে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নিয়েছেন গুজরাট। ম্যাচে বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। হজম করেছেন ম্যাচে দুই ছক্কা। আর তাতেই সব মিলিয়ে আসরে তার ছক্কা হজমের সংখ্যা হলো ৩৩টি। যা কিনা আইপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ড।
৩১টি ছক্কা হজম করে এতদিন বিব্রতকর রেকর্ডটির মালিক ছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এবার তাকে মুক্তি দিলেন রশিদ। মোহাম্মদ সিরাজ ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ১৫ ইনিংসে ৩১টি ছক্কা খেয়েছিলেন। ২০২৪ সালের আসরে ৩০টি ছক্কা হজম করে তালিকায় তিনে আছেন যুজবেন্দ্র চাহাল। ২০২২ আসরে শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা হজম করেন ৩০টি ছক্কা।
এবারের আসরে রশিদকে যেভাবে ছক্কার বন্যায় ভাসিয়েছেন ব্যাটাররা, তাতে উইকেট সংখ্যাও নেমেছে দশের নিচে। এটাই তার প্রথম দশের নিচে উইকেট পাওয়া আইপিএল মৌসুম। ১৫ ম্যাচে ৯.৩৪ গড়ে তিনি ৯টি উইকেট নিয়েছেন। মোট রান দিয়েছেন ৫১৪।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে