আফগান ক্রিকেটে শোকের ছায়া

পাকিস্তানের হামলায় ক্ষুব্ধ রশিদরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৩: ০০

পাকিস্তানের বিমান হামলায় স্থানীয় তিন ক্রিকেটার নিহতের ঘটনায় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। আগামী মাসের ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এশিয়ার আরেক দল শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজটি আয়োজনের কথা ছিল পাকিস্তানের। এর আগেই দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব পৌঁছে গেছে চরমে। তিন ক্রিকেটার নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে বিবৃতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির তারকা ক্রিকেটাররা। এদিকে, আফগানিস্তানকে বাদ দিয়েই সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন


জানা যায়, হামলায় মারা যাওয়া তিন স্থানীয় ক্রিকেটার পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় বিবৃতিতে এসিবির পক্ষ থেকে বলা হয়, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ, হারুনসহ আরো পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাতজন।’

তিন ক্রিকেটার নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান এক্স হ্যান্ডলে লেখেন, ‘আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় বেসামরিক মানুষদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো পুরোপুরি অনৈতিক ও বর্বরোচিত। এই ধরনের অন্যায় ও বেআইনি কাজ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।’ মোহাম্মাদ নবী লেখেন, ‘পাক্তিকার উর্গুন জেলায় বীর ক্রিকেটারদের প্রাণ হারানোর ঘটনা খুবই বেদনাদায়ক, একটি প্রীতি ম্যাচের পর যাদের ওপর হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এই ঘটনা শুধু পাক্তিকার জন্যই নয়, পুরো আফগান ক্রিকেট পরিবার তথা জাতির জন্যও বড় আঘাত। নির্দোষ ওই ক্রিকেটারদের পরিবার, স্বজন ও পাক্তিকার মানুষদের প্রতি আমার গভীর সমবেদনা।’


এদিকে, তীব্র ক্ষোভ প্রকাশ করে আফগানিস্তানের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও সমর্থনের কথা মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। এক্স হ্যান্ডলে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে, সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি। তবু খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে। আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ। সুতরাং আফগানিস্তান এমন কোনো দেশের হাতে যেন ব্যবহৃত না হয়, যে দেশ ইতোমধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত