প্রত্যাবর্তনে আফগানিস্তানের নায়ক রশিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৫: ৫০

ব্যক্তিগত কারণে বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ছিলেন না রশিদ খান। অবশেষে দ্বিতীয় তথা শেষ টেস্টে আফগানিস্তানের একাদশে ফেরেন। তার প্রত্যাবর্তনে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়েছে সফরকারী দল। সেই সঙ্গে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা।

বুলাওয়ে টেস্ট দিয়ে প্রায় ৪ বছর পর এই ফরম্যাটে প্রত্যাবর্তন হয় রশিদের। এর আগে সবশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই সাদা পোশাকের ম্যাচ খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর টেস্ট খেলতে নেমে ২ ইনিংস মিলিয়ে ১১ উইকেট নেন রশিদ। পাশাপাশি ব্যাট হাতে করেন ৪৮ রান। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

বিজ্ঞাপন

কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ২৭৮ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে চতুর্থ দিন শেষে ২০৫ রান করতেই ৮ উইকেট হারায় স্বাগতিকরা। পঞ্চম দিনে এসে আর কোনো রান যোগ না করেই বাকি ২ উইকেট হারায় আফ্রিকান দলটি।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৫৭/১০ ও ৩৬৩/১০

জিম্বাবুয়ে: ২৪৩/১০ ও ২০৫/১০

ফল: আফগানিস্তান ৭২ রানে জয়ী।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত