
স্পোর্টস রিপোর্টার

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ২০২৫ সালের আসরের মিশন শেষ করেছে বাংলাদেশ। বিশ্বকাপে যাওয়ার আগে প্রত্যাশার কথা শুনিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু করলেও পরের ম্যাচগুলোয় ফুটে উঠেছে দৈন্যদশা। তিনটি ম্যাচে জয়ের খুবই কাছে গিয়েও নিজেদের ভুলের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। তবে দলের করুণ অবস্থায়ও আলো ছড়িয়েছেন কয়েকজন।
বিশ্বকাপে যাওয়ার আগে বড় কোনো দলের সঙ্গে খেলে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ। তবু কোচ সারওয়ার ইমরান বিশ্বকাপ যাত্রার আগে মিরপুরে বলে যান, ‘আমাদের দুটি ম্যাচে ভালো সুযোগ আছেÑ পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া অন্যান্য দলের সঙ্গেও…। আমরা কাউকে বড় করে দেখছি না। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব।’ কোচের কথা প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন জ্যোতিরা, পাকিস্তানকে হারিয়েছেন ৭ উইকেটে। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে পেসার মারুফা আক্তার দুর্দান্ত পারফরম্যান্স দেখান। প্রথম ওভারেই দুটি ইনসুইংয়ে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন। সেই ধারাবাহিকতা পুরো ম্যাচে রেখে পাকিস্তানের মামুলি স্কোর টপকে বাংলাদেশ ৭ উইকেটের জয় পায়। এই ম্যাচে টাইগ্রেসদের দাপুটে জয় আশার পালে ঢেউ তুলেছিল। অবশ্য পরের তিন ম্যাচে জয়ের স্বপ্ন জাগিয়েও হেরে ফিরেছে দল।
ইংল্যান্ডের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয় বাংলাদেশ । যে ম্যাচে স্পিন ঘূর্ণিতে ইংল্যান্ডকে নাচিয়েও টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে দুইবার বেঁচে যাওয়া হিদার নাইটের অপরাজিত ৭৯ রানের ইনিংসে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। পরের দুটি ম্যাচে ফুটে ওঠে বাংলাদেশের বাজে ব্যাটিং ও ক্যাচ মিসের করুণ চিত্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং আড়াল করে দিয়েছে ক্যাচ মিস! শেষ ৮ বলে জয়ের জন্য প্রোটিয়াদের ৯ রানের সমীকরণে দুটি ক্যাচ ফেলে ম্যাচটাই ফেলে দেন স্বর্ণা ও সুমাইয়া আক্তার। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ২ ওভারে জয়ের জন্য ১২ রানের সমীকরণে শেষ ওভারে অবিশ্বাস্যভাবে টানা ৪ বলে ৪ উইকেট হারিয়ে ৭ রানে হেরে যায় জ্যোতির দল। আর সেখানেই শেষ হয়ে যায় সেমিফাইনালের আশা।
ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারি। আসরে বাংলাদেশের পক্ষে ৭ ম্যাচে সর্বোচ্চ ২১২ রান করেন শারমিন, ২ ফিফটিতে। মোস্তারি দ্বিতীয় সর্বোচ্চ ১৯৫ রান করেন দুই ফিফটিতে। বোলিংয়ে নজর কেড়েছেন মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে তার দুটি ইনসুইঙ্গার আলোচনার ঝড় তুলেছে। আসরে ৫ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন তিনি। বোলিংয়ে ৭ ম্যাচে ৭ উইকেট নিয়ে সবচেয়ে সফল রাবেয়া খান। সব মিলিয়ে পয়েন্ট টেবিলে ৭-এ থেকে অম্ল-মধুর এক বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ২০২৫ সালের আসরের মিশন শেষ করেছে বাংলাদেশ। বিশ্বকাপে যাওয়ার আগে প্রত্যাশার কথা শুনিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু করলেও পরের ম্যাচগুলোয় ফুটে উঠেছে দৈন্যদশা। তিনটি ম্যাচে জয়ের খুবই কাছে গিয়েও নিজেদের ভুলের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। তবে দলের করুণ অবস্থায়ও আলো ছড়িয়েছেন কয়েকজন।
বিশ্বকাপে যাওয়ার আগে বড় কোনো দলের সঙ্গে খেলে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ। তবু কোচ সারওয়ার ইমরান বিশ্বকাপ যাত্রার আগে মিরপুরে বলে যান, ‘আমাদের দুটি ম্যাচে ভালো সুযোগ আছেÑ পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া অন্যান্য দলের সঙ্গেও…। আমরা কাউকে বড় করে দেখছি না। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব।’ কোচের কথা প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন জ্যোতিরা, পাকিস্তানকে হারিয়েছেন ৭ উইকেটে। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে পেসার মারুফা আক্তার দুর্দান্ত পারফরম্যান্স দেখান। প্রথম ওভারেই দুটি ইনসুইংয়ে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন। সেই ধারাবাহিকতা পুরো ম্যাচে রেখে পাকিস্তানের মামুলি স্কোর টপকে বাংলাদেশ ৭ উইকেটের জয় পায়। এই ম্যাচে টাইগ্রেসদের দাপুটে জয় আশার পালে ঢেউ তুলেছিল। অবশ্য পরের তিন ম্যাচে জয়ের স্বপ্ন জাগিয়েও হেরে ফিরেছে দল।
ইংল্যান্ডের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয় বাংলাদেশ । যে ম্যাচে স্পিন ঘূর্ণিতে ইংল্যান্ডকে নাচিয়েও টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে দুইবার বেঁচে যাওয়া হিদার নাইটের অপরাজিত ৭৯ রানের ইনিংসে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। পরের দুটি ম্যাচে ফুটে ওঠে বাংলাদেশের বাজে ব্যাটিং ও ক্যাচ মিসের করুণ চিত্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং আড়াল করে দিয়েছে ক্যাচ মিস! শেষ ৮ বলে জয়ের জন্য প্রোটিয়াদের ৯ রানের সমীকরণে দুটি ক্যাচ ফেলে ম্যাচটাই ফেলে দেন স্বর্ণা ও সুমাইয়া আক্তার। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ২ ওভারে জয়ের জন্য ১২ রানের সমীকরণে শেষ ওভারে অবিশ্বাস্যভাবে টানা ৪ বলে ৪ উইকেট হারিয়ে ৭ রানে হেরে যায় জ্যোতির দল। আর সেখানেই শেষ হয়ে যায় সেমিফাইনালের আশা।
ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারি। আসরে বাংলাদেশের পক্ষে ৭ ম্যাচে সর্বোচ্চ ২১২ রান করেন শারমিন, ২ ফিফটিতে। মোস্তারি দ্বিতীয় সর্বোচ্চ ১৯৫ রান করেন দুই ফিফটিতে। বোলিংয়ে নজর কেড়েছেন মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে তার দুটি ইনসুইঙ্গার আলোচনার ঝড় তুলেছে। আসরে ৫ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন তিনি। বোলিংয়ে ৭ ম্যাচে ৭ উইকেট নিয়ে সবচেয়ে সফল রাবেয়া খান। সব মিলিয়ে পয়েন্ট টেবিলে ৭-এ থেকে অম্ল-মধুর এক বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ।

তিনদিন ধরে সিডনির একটি হাসপাতালে আছেন ভারতের ওয়ানডে দলের সহঅধিনায়ক শ্রেয়াস আইয়ার। আইয়ারের প্লীহা ছিঁড়ে গেছে। তিনি এখন চিকিৎসাধীন।
৪২ মিনিট আগে
আগামী মাসে ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। আগামী ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর পরের টেস্ট গুয়াহাটিতে।
১ ঘণ্টা আগে
অ্যাশেজের প্রথম ম্যাচে প্যাট কামিন্স থাকছেন না বলে আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো।
৩ ঘণ্টা আগে
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছিল সান্ত্বনার জয়। জয়ের সেই ধারা তারা নিয়ে গেল টি-টোয়েন্টি সিরিজে। ক্যারিবীয়রা শুরুটা রাঙাল জয়ের রঙে। প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজ জিতল ১৬ রানে।
৪ ঘণ্টা আগে