নারী বিশ্বকাপ বাছাই

ক্যারিবীয়দের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৭: ৩৬
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৬: ১৫

অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। একে একে হারিয়েছে তারা থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে। নারী বিশ্বকাপ বাছাইয়ে জয়রথে চেপে ছুটে চলছিল লাল-সবুজের প্রতিনিধিরা। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের খুব কাছে পৌঁছে গেছে নিগার সুলতানা জ্যোতিরা। আজ জিতলেই নিশ্চিত হতো বিশ্বমঞ্চের টিকিট। কিন্তু তেমনটা হলো না। হলো হঠাৎ ছন্দপতন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে হেরে বৈশ্বিক আসরের অপেক্ষা বাড়ল দেশের মেয়েদের। ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে জয়ের বন্দরে পা রাখে ক্যারিবীয়রা।

বিজ্ঞাপন

এখন লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারালে বিশ্বকাপে নাম লিখবে বাঘিনীরা। শেষ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও বিশ্বকাপে জায়গা করে নেবে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাংলাদেশ। ২৪ বল হাতে রেখে জিতেও চার পয়েন্টের পুঁজি নিয়ে পয়েন্ট তালিকার চারে রয়েছে উইন্ডিজ।

ম্যাচ ছিল জ্যোতিদের হাতের মুঠোয়। ৭৪ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেট জুটিতে স্টেফানি টেলর (৩৬) ও হেইলি ম্যাথুসের (৩৩) ৮০ বলে ৬৬ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে উঠে তারা। আর ষষ্ঠ উইকেটে চিনেল হেনরি ও সেবিকা গজনবি ৬৪ বলে ৫০ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ৪৮ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ঁ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থেকে যান হেনরি। তবে সেবিকা সাজঘরে ফিরে যান ২০ রান করেই।

ফারজানা হকের পর ব্যাট হাতে ঝলক দেখান শারমিন আক্তার। তাতে নারী বিশ্বকাপ বাছাইয়ে আবারও বড় স্কোরের আভাস মিলেছিল। কিন্তু শুরুর দুরন্ত পারফরম্যান্সের ছন্দটা আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তবে শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে উঠে শেষ দিকে ঝড় তুলে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু পুঁজি গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ক্ষুরধার বোলিংয়ে খেই হারিয়ে না ফেললে আরও বড় পুঁজি গড়তে পারতো দেশের মেয়েরা। আগের তিন ম্যাচে জ্যোতিরা করেছিল- থাইল্যান্ডের বিপক্ষে ২৭১, আয়ারল্যান্ডের বিপক্ষে ২৪০ ও স্কটল্যান্ড ম্যাচে ২৭৬।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১৬ রানের মাথায় হারায় ওপেনার সোবহানা মোস্তারির (৬) উইকেট। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় দল। ১৩৯ বলে ১১৮ রানের পার্টনারশিপ গড়েন ফারজানা ও শারমিন। ৭৮ বলে ৩ বাউন্ডারিতে ৪২ রান করেন ফারজানা। আর ৭৯ বলে ১০ চারে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন শারমিন। শেষে নাহিদা আক্তার ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়ে দলীয় স্কোরে যোগ করেন ২৫ রান। তাতে দুইশ ছাড়িয়ে যায় বাংলাদেশের দলীয় সংগ্রহ।

তার আগে নারী বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস ভাগ্য সহায় হয় বাংলাদেশের। লাহোর সিটি অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং বেছে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২২৭/৯, ৫০ ওভার (ফারজানা ৪২, শারমিন ৬৭, নাহিদা ২৫, রাবেয়া ২৩*, রিতু ১৫; অ্যালেইন ৯-২-৩৯-৪, হেনরি ৭-১-৩৮-১, ম্যাথুস ৯.৫-০-৪২-২ ও ফ্লেচার ১০-০-৪৩-২)।

ওয়েস্ট ইন্ডিজ : ২২৮/৭, ৪৬ ওভার (জোসেফ ৩১, ক্যাম্পবেল ২৪, টেলর ৩৬, ম্যাথুস ৩৩, হেনরি ৫১*; মারুফা ৯-২-৩৭-২, সুমনা ৯-০-৪৯-১, নাহিদা ৮-১-৩১-১, রাবেয়া ৯-১-৪৯-১, ফাহিম ৭-০-৩০-১ ও রিতু ৩-০-১৪-১)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : আলিয়া অ্যালেইন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত