স্পোর্টস রিপোর্টার
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের ব্যর্থতার পর চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় আছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন কোচ ফিল সিমন্স। সেখানে দলের শক্তিমত্তা ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলেন। পাশাপাশি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানান।
দলের প্রতি বার্তা কী-
আমরা জানি একটি ইউনিট হিসেবে আমরা প্রথম ইনিংসে ব্যাট করতে পারিনি। তাতেই নিজেদের বিপদে ফেলি। আমরা চাই পজিটিভ ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে। শুধু বসে থেকে এক দিনে ২০০ রান করতে চাই না। হয়তো যেখানে যেতে চাই তাতে একটু সময় লাগবে। তবে আমার বার্তা হচ্ছে, কিছু লুজ শট এবং সফট ডিসমিসাল ছিল। নিশ্চিত করতে হবে যেন এখানে উন্নতি করতে পারি।
একাদশে বাড়তি ব্যাটার থাকবে কি না-
আমি বলব, টেস্ট ক্রিকেটে পাঁচজন বোলার লাগবে। এখানে আগেও খেলেছি আমরা। পাঁচজন বোলার খেলিয়েছি। অলরাউন্ডার মিরাজ আছে, যদিও আগের ম্যাচে সে রান করেনি। তবে এখানে (চট্টগ্রামে) টেস্টে তার সেঞ্চুরি আছে। আমার মনে হয় না এমন দিকে আমাদের যেতে হবে। আমাদের পাঁচ বোলার লাগবে।
ওয়ানডেতে পারফর্ম করে টেস্ট দলে বিজয়-
এটা আদর্শ পদ্ধতি নয়। কিন্তু যেভাবে টুর্নামেন্টগুলো সাজানো বাংলাদেশে, আপনার চার দিনের টুর্নামেন্ট বছরের শেষের দিকে। এখন ডিপিএলের সময়, এখানে আমাদের পছন্দের কোনো সুযোগ নেই। আমরা জানি, উদ্বোধনী জুটি বেশ অনেকটা সময় ধরেই আমাদের জন্য সমস্যার কারণ।
স্পিনার না পেসার কাদের আধিক্য থাকবে-
(হাসি) হয় ৩ পেসার ও ২ স্পিনার নয়তো ৩ স্পিনার ও ২ পেসার হবে। তবে নির্দিষ্ট করে এখনই বলতে পারছি না। ফাইনাল সিদ্ধান্ত আমরা পরে নেব।
উইকেট কেমন-
উইকেট দারুণ লাগছে। হার্ড, ফ্ল্যাট। আমরা আশা করি এর ফায়দা নিতে পারব। কিছুটা টার্ন পেলে আশা করি ভালো হবে।
মাঠের বাইরের বিষয়গুলো-
কোচ হিসেবে আমরা চেষ্টা করি তাদের এসব ব্যাপার থেকে দূরে রাখতে। আমরা টেস্ট ম্যাচ খেলছি। সামনে ফাইনাল মিটিং আছে আমাদের। আমরা এখানেই মনোযোগ ধরে রাখতে চাইছি। এর বাইরে বেশি কিছু ভাবতে চাইছি না।
অধিনায়ক বলেছেন আপসেট নন-
অবশ্যই ধৈর্য ধরতে বলব আমি। বিশেষ করে বাংলাদেশের ভক্তদের। আমি জানি এখানে খেলার প্রতি সবার প্যাশন ও ভালোবাসা কত বেশি। সবাই চায় বাংলাদেশ আরো ভালো করুক। তবে আমি অনুরোধ করব ধৈর্য ধরতে। আমরা চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক কাজটা করে দিতে। আমরা ভালো করব।
নাহিদ রানার না থাকা-
শক্তি হারিয়েছি বলব না। গতি হারিয়েছি বলতে পারেন। এখানে স্কিলড বোলারও আছে। চট্টগ্রামে আসলে স্লো উইকেট হয়ে থাকে। আশা করি কিছুটা টার্ন বের করতে পারব।
নাহিদের পাশাপাশি তাসকিনের না থাকা-
আমাদের স্কিলে ফোকাস করতে হবে। হাসান (মাহমুদ) ৫ উইকেট নিয়েছে পাকিস্তানে, বেশি একটা পার্থক্য নয়। সাকিব এখনো তরুণ। আমার মনে হয় এখানেও আমাদের ভালো পেসার রয়েছে।
তানজিম সাকিব-
আমার মনে হয় সে যে কোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে, দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের ব্যর্থতার পর চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় আছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন কোচ ফিল সিমন্স। সেখানে দলের শক্তিমত্তা ও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলেন। পাশাপাশি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানান।
দলের প্রতি বার্তা কী-
আমরা জানি একটি ইউনিট হিসেবে আমরা প্রথম ইনিংসে ব্যাট করতে পারিনি। তাতেই নিজেদের বিপদে ফেলি। আমরা চাই পজিটিভ ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে। শুধু বসে থেকে এক দিনে ২০০ রান করতে চাই না। হয়তো যেখানে যেতে চাই তাতে একটু সময় লাগবে। তবে আমার বার্তা হচ্ছে, কিছু লুজ শট এবং সফট ডিসমিসাল ছিল। নিশ্চিত করতে হবে যেন এখানে উন্নতি করতে পারি।
একাদশে বাড়তি ব্যাটার থাকবে কি না-
আমি বলব, টেস্ট ক্রিকেটে পাঁচজন বোলার লাগবে। এখানে আগেও খেলেছি আমরা। পাঁচজন বোলার খেলিয়েছি। অলরাউন্ডার মিরাজ আছে, যদিও আগের ম্যাচে সে রান করেনি। তবে এখানে (চট্টগ্রামে) টেস্টে তার সেঞ্চুরি আছে। আমার মনে হয় না এমন দিকে আমাদের যেতে হবে। আমাদের পাঁচ বোলার লাগবে।
ওয়ানডেতে পারফর্ম করে টেস্ট দলে বিজয়-
এটা আদর্শ পদ্ধতি নয়। কিন্তু যেভাবে টুর্নামেন্টগুলো সাজানো বাংলাদেশে, আপনার চার দিনের টুর্নামেন্ট বছরের শেষের দিকে। এখন ডিপিএলের সময়, এখানে আমাদের পছন্দের কোনো সুযোগ নেই। আমরা জানি, উদ্বোধনী জুটি বেশ অনেকটা সময় ধরেই আমাদের জন্য সমস্যার কারণ।
স্পিনার না পেসার কাদের আধিক্য থাকবে-
(হাসি) হয় ৩ পেসার ও ২ স্পিনার নয়তো ৩ স্পিনার ও ২ পেসার হবে। তবে নির্দিষ্ট করে এখনই বলতে পারছি না। ফাইনাল সিদ্ধান্ত আমরা পরে নেব।
উইকেট কেমন-
উইকেট দারুণ লাগছে। হার্ড, ফ্ল্যাট। আমরা আশা করি এর ফায়দা নিতে পারব। কিছুটা টার্ন পেলে আশা করি ভালো হবে।
মাঠের বাইরের বিষয়গুলো-
কোচ হিসেবে আমরা চেষ্টা করি তাদের এসব ব্যাপার থেকে দূরে রাখতে। আমরা টেস্ট ম্যাচ খেলছি। সামনে ফাইনাল মিটিং আছে আমাদের। আমরা এখানেই মনোযোগ ধরে রাখতে চাইছি। এর বাইরে বেশি কিছু ভাবতে চাইছি না।
অধিনায়ক বলেছেন আপসেট নন-
অবশ্যই ধৈর্য ধরতে বলব আমি। বিশেষ করে বাংলাদেশের ভক্তদের। আমি জানি এখানে খেলার প্রতি সবার প্যাশন ও ভালোবাসা কত বেশি। সবাই চায় বাংলাদেশ আরো ভালো করুক। তবে আমি অনুরোধ করব ধৈর্য ধরতে। আমরা চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক কাজটা করে দিতে। আমরা ভালো করব।
নাহিদ রানার না থাকা-
শক্তি হারিয়েছি বলব না। গতি হারিয়েছি বলতে পারেন। এখানে স্কিলড বোলারও আছে। চট্টগ্রামে আসলে স্লো উইকেট হয়ে থাকে। আশা করি কিছুটা টার্ন বের করতে পারব।
নাহিদের পাশাপাশি তাসকিনের না থাকা-
আমাদের স্কিলে ফোকাস করতে হবে। হাসান (মাহমুদ) ৫ উইকেট নিয়েছে পাকিস্তানে, বেশি একটা পার্থক্য নয়। সাকিব এখনো তরুণ। আমার মনে হয় এখানেও আমাদের ভালো পেসার রয়েছে।
তানজিম সাকিব-
আমার মনে হয় সে যে কোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে, দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে