চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছে আর্সেনাল। পয়েন্ট টেবিলের শীর্ষ দলও তারা। তবে সবশেষ দুই ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে মিকেল আর্তেতার দলকে। আজ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। এই ম্যাচ তাদের জন্য জয়ে ফেরার লড়াই। অন্যদিকে টেবিলের পাঁচে থাকা ম্যানইউ কোচ মাইকেল ক্যারিকের পরীক্ষা। নতুন দায়িত্বে এই ম্যাচ তার জন্য চ্যালেঞ্জ। ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১০টায় মাঠ গড়াবে।
আর্সেনাল প্রতি মৌসুমেই দুর্দান্ত শুরু করে মাঝপথে খেই হারিয়ে ফেলে। প্রিমিয়ার লিগ জয়ের পথে তাদের সবচেয়ে বাধা অধারাবাহিকতা। চলতি মৌসুমেও সেটা দেখা গেল। টানা জয়ের পর লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্রয়ের পর নটিংহ্যাম ফরেস্টের মাঠেও একই অবস্থা হয়। আজকের ম্যাচ তাদের জন্য ড্রয়ের বৃত্ত থেকে বের হয়ে আসার। এদিকে, ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাইকেল ক্যারিকের জন্য এই ম্যাচ চ্যালেঞ্জ। তবে কাজটি সহজ হবে না। আর্সেনালের বিপক্ষে শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে ইউনাইটেড, আর এমিরেটসে টানা শেষ চারটি প্রিমিয়ার লিগ ম্যাচেই তারা পরাজিত হয়েছে। তবে ইউনাইটেড সমর্থকদের জন্য গত মৌসুমের এফএ কাপের তৃতীয় রাউন্ডের ভালো স্মৃতি রয়েছে। ১০ জনের দলে পরিণত হয়েও আর্সেনালের মাঠে পেনাল্টি শুটআউটে জিতেছিল রেড ডেভিলসরা। ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।
এবার দেখার পালা, আর্সেনাল দুই ম্যাচের হারানো পয়েন্ট উদ্ধার করে টেবিলে অবস্থান পোক্ত করতে পারে নাকি ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচের অধীনে নিজেদের জানান দিয়ে লড়াইয়ে টিকে থাকে।ো
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

