আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কলম্বোতে জয়ে ফিরল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

কলম্বোতে জয়ে ফিরল ইংল্যান্ড

প্রথম ওয়ানডে হেরে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে ঘুরে দাঁড়াতে দেরি করল না সফরকারী দলটি। দ্বিতীয় ওয়ানডেতেই ছিনিয়ে নিলো জয়। কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে। ২২ বল হাতে রেখে পাওয়া এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় ফিরল ইংলিশরা।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ২১৯ রানের পুঁজি গড়ে লঙ্কানরা। অধিনায়ক চারিথ আসালঙ্কা (৪৫) মিস করেন ফিফটি। তার সঙ্গে দলীয় স্কোরে ৪০ রান যোগ করেন ধনাঞ্জয়া ডি সিলভা।

লক্ষ্য তাড়া করতে নেমে হাফসেঞ্চুরির দেখা পান জো রুট। ৯০ বলে ৫ বাউন্ডারিতে ৭৫ রানের ইনিংস খেলেন রুট। বল হাতে নেন দুই উইকেট নিয়ে বনে যান ম্যাচসেরা। অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৪২ রান। বেন ডাকেট এনে দেন ৩৯ রান। আর ৩৩ রানে অপরাজিত থেকে যান জস বাটলার।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২১৯, ৪৯.৩ ওভার (ধনাঞ্জয়া ৪০, আসালাঙ্কা ৪৫; ওভারটন ২/২১, রশিদ ২/৩৪ ও রুট ২/১২)।

ইংল‍্যান্ড: ২২৩/৫, ৪৬.২ ওভার (ডাকেট ৩৯, রুট ৭৫, ব্রুক ৪২, বাটলার ৩৩*; ধনাঞ্জয়া ২/৩৭ ও ভ‍্যান্ডারসে ২/৪৫)।

ফল: ইংল‍্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: জো রুট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...