আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ট্রেলিয়ান ওপেন

জোকোভিচের ৪০০তম জয়ের কীর্তি

স্পোর্টস ডেস্ক

জোকোভিচের ৪০০তম জয়ের কীর্তি

কত শত রেকর্ডই তো করেছেন। আবার রেকর্ড ভেঙেছেনও নোভাক জোকোভিচ। তারই পথ ধরে বিশ্ব টেনিসে নতুন ইতিহাস লিখলেন সার্বিয়ান এ সুপারস্টার। প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ৪০০ জয়ের কীর্তি গড়লেন ২৪ মেজর ট্রফির মালিক। মাইলফলকটি ছুঁয়ে এ মেগাস্টার গতকাল শনিবার পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে।

বিজ্ঞাপন

রড লেভার অ্যারেনায় তৃতীয় রাউন্ডের ম্যাচে জোকোভিচ হারিয়েছেন বোতিচ ফন ডে জান্দশুলপকে। নেদারল্যান্ডসের প্রতিপক্ষকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী। ম্যাচটি জিততে তার সময় লেগেছে দুই ঘণ্টা ৪৪ মিনিট।

প্রথম দুই সেটে অনায়াসেই জয় পান জোকোভিচ। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় তার ডাচ প্রতিপক্ষ। ম্যাচের তৃতীয় ও শেষ সেটটির ভাগ্য গড়ায় টাইব্রেকারে। শেষে টাইব্রেকারেও লড়াই জমিয়ে তুলেছিলেন বোতিচ। সেটটি শেষ পর্যন্ত তার আনফোর্সড এররে জিতে যান জোকোভিচ।

রোমাঞ্চকর ম্যাচ জিতে মেলবোর্ন পার্কের আসরের শেষ ষোলোতে নাম লিখেছেন জোকোভিচ। ৩৮ বছরের এ তারকা এখন পর্যন্ত বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে টিকে থাকা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। দশবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী জোকোভিচ পরের রাউন্ডে মোকাবিলা করবেন ইয়াকুব মেনসিককে।

মেলবোর্নের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন স্তান ওয়ারিঙ্কা। সুইস তারকা ৬-৭ (৫-৭), ৬-২, ৪-৬ ও ৪-৬ গেমে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজের কাছে। তবে দুর্দান্ত পারফরম্যান্সের ছন্দটা ধরে রেখে জয়ের দেখা পেয়েছেন জানিক সিনার। দ্বিতীয় বাছাই এই ইতালিয়ান তারকা ৪-৬, ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে জিতেছেন মার্কিন প্রতিপক্ষ ইলিয়ট স্পিজ্জিরির বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে সিনার লড়বেন স্বদেশি লুসিয়ানো দারদেরির বিপক্ষে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন মারিন চিলিচ। অবাছাই এ ক্রোয়েশিয়ান খেলোয়াড় হার মেনেছেন নরওয়ের ক্যাসপার রুডের কাছে। চিলিচ হার মেনেছেন ৪-৬, ৪-৬, ৬-৩ ও ৫-৭ গেমে।

টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নাওমি ওসাকা। জাপানের এ তারকা কোর্টে নামতেই পারেননি। এই সুযোগে ওয়াকওভার পেয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন তার অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ ম্যাডিসন ইংলিস। পরের রাউন্ডে এ স্বাগতিক খেলোয়াড় লড়াই করবেন শীর্ষ বাছাই ইগা সোয়াটেকের বিপক্ষে।

পোলিশ তারকা ৬-১, ১-৬ ও ৬-১ গেমে লড়াই করবেন রুশ প্রতিপক্ষ আনা ক্যালিস্কায়ার বিপক্ষে। জয়ের দেখা পেয়েছেন যুক্তরাষ্ট্রের মেডিসন কিসও। নবম বাছাই এ তারকা ৬-৩ ও ৬-৩ গেমে ধরাশায়ী করেছেন ক্যারোলিনা প্লিসকোভাকে। আরেক মার্কিন তারকা জেসিকা পেগুলা ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন অকসানা সেলেখমেতেভাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...