থাইল্যান্ডের ব্যাংককে সাফ পুরুষ ফুটসালে আজ নিজেদের শেষ ম্যাচে নেপালের কাছে ৪-১ গোলে হারল বাংলাদেশ। এতে ছয় ম্যাচ খেলে তিনটিতেই হারল তারা। বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। নেপাল ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে। তাদের বাকি আরো এক ম্যাচ।
আজ বাংলাদেশ জিতলে ১০ পয়েন্ট নিয়ে অন্তত ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু নেপালের কাছে হেরে যাওয়ায়, সেটি আর হয়নি। ১৪ মিনিটে গোল করে এগিয়ে যায় নেপাল।
২৯ মিনিটে আরেকটি গোল করে তারা। এরপর রাহবার খানের গোলে খেলায় ফেরার চেষ্টা করে বাংলাদেশ। ৩৪ ও ৩৭ মিনিটে নেপাল আরো দুই গোল করলে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

