আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী ফুটবল লিগ

শিরোপার দৌড়ে এগিয়ে রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

শিরোপার দৌড়ে এগিয়ে রাজশাহী

চলমান বাংলাদেশ নারী ফুটবল লিগে বড় বাধা টপকে গেল রাজশাহী স্টারস। আজ তারা শক্ত প্রতিপক্ষ ফরাশগঞ্জের বিপক্ষে ১-০ গোলে জিতেছে। এ জয়ে লিগে শিরোপার দৌড়ে এগিয়ে গেলেন ঋতুপর্ণা চাকমারা। এ নিয়ে লিগে ৭ ম্যাচ খেলে প্রতিটিতে জিতেছে তারা। তাদের অর্জন সর্বোচ্চ ২১ পয়েন্ট। তিন ম্যাচ আগেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী শিরোপার সুবাস পাচ্ছে।

অন্যদিকে, রাজশাহীর চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর ৭ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে তিনে ফরাশগঞ্জ। আজ লিগের অন্য ম্যাচে গোলোৎসব হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে ৫-০ গোলে হারাল সিরাজ স্মৃতি সংসদ। বাংলাদেশ সেনাবাহিনী ৯-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে সদ্যপুষ্করিণীকে।

বিজ্ঞাপন

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মারিয়া মান্ডা, শামসুন্নাহারদের দল ফরাশগঞ্জের বিপক্ষে রাজশাহীকে জয় এনে দেন আলপি আক্তার। খেলার ৩৯ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন তিনি। সামনে সিরাজ স্মৃতি সংসদ, সদ্যপুষ্করিণী ও বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে খেলবে রাজশাহী। এই তিন ম্যাচেই ভালো কিছু করে দেখাতে পারলেই শিরোপা হাতে উঠবে তাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...