আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

টানা চার জয়ে গ্রুপসেরা বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

টানা চার জয়ে গ্রুপসেরা বাংলাদেশের মেয়েরা

টানা তিন জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সের টিকিট আগেই কেটেছে বাংলাদেশ। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডকে ৯ রানে ধরাশায়ী করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে গ্রুপ পর্বে শতভাগ জয় পেল বাংলাদেশ। তার মানে- চার ম্যাচের চারটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রাখলেন দেশের মেয়েরা।

বিজ্ঞাপন

টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে নিগার সুলতানা জ্যোতিরা নির্ধারিত ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৩ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তুলতেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের নারী টিমের ইনিংস।

জবাবে আইরিশদের ব্যাটিংয়ের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী ব্যাটার অ্যামি হান্টার যখন রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরলেও স্কোরবোর্ডে আইরিশরা ৭.৩ ওভারে জমা করে ফেলে ৫৩ রান। পরে দলীয় ৭১ রানে প্রথম উইকেট হারায় তারা। ওয়ানডাউনে মাঠে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ১২ রানের বেশি তুলতে পারেননি।

তবে ক্রিজে টিকে থাকা অধিনায়ক ও ওপেনার গ্যাবি লুইস ৫৮ বলে উপহার দেন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। কিন্তু তারপরও আইরিশরা জয় থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে। শেষ ৪ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৪৩ রান। হাতে ৮ উইকেট থাকলেও এই সমীকরণ মেলাতে ব্যর্থ হয়েছে ইউরোপের দলটি।

তবে ব্যাটিংয়ে শুরুটা মোটেই ভালো করতে পারেনি বাংলাদেশ। ১১ রান করে ফেরেন ওপেনার জুরাইয়া ফেরদৌস। দলীয় সংগ্রহ তখন মাত্র ১৩ রান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ বলে ৭০ রানের পার্টনারশিপ গড়েন দিলারা আক্তার ও শারমিন আক্তার। ওপেনার দিলারা ফিরে যান ২৭ বলে ৩৫ রান করে।

আর হাফসেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শারমিন (৪৫ বলে ৫২ রান)। বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে এ টপঅর্ডার ব্যাটার ফিফটি পেলেন দুটি। অধিনায়ক নিগার সুলতানা দলীয় স্কোরে যোগ করেন ১৩ বলে ১৩ রান। শেষ দিকে ১৬ বলে ৩০ রানের ইনিংস এনে দেন সোবহানা মোস্তারি। তাতে ১৫৩ রান তোলে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশের নারীরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৫৩/৭, ২০ ওভার (শারমিন ৫২, দিলারা ৩৫; ম্যাগুয়ের ২/২৪ ও কেলি ২/৪৪)।

আয়ারল্যান্ড : ১৪৪/৪, ২০ ওভার (লুইস ৭৩, হান্টার ৩৫ *; স্বর্ণা ২/১৭ ও রাবেয়া ১/৩৪)।

ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী।

ম্যাচসেরা : শারমিন আক্তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...