আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাতক্ষীরা-৪ আসনে ভোটের মাঠে সক্রিয় ধানের শীষ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরা-৪ আসনে ভোটের মাঠে সক্রিয় ধানের শীষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপির শক্ত অবস্থান জানান দিল ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের পক্ষে বিশাল জনসভা ও গণমিছিল।

শনিবার বিকেলে শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে।

বিজ্ঞাপন

বিকাল গড়াতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন। মুহূর্তেই ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জনসভা শেষে ড. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মনিরুজ্জামান বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, শ্যামনগরের মানুষের অধিকার ও সার্বিক উন্নয়নের জন্য রাজনীতি করছেন। জনগণের রায়ে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে জানান তিনি। পাশাপাশি সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন