আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘প্রিয় বউ বিদায়’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

‘প্রিয় বউ বিদায়’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ছয় মাসের বিয়ে আমাদের এখানেই শেষ। প্রিয় বউ বিদায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জীবনের ইতি টানলেন মো. সিহাব খান (২৫)নামের এক যুবক।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার পাগলা থানা পুলিশ স্বল্প ছাপিলা গ্রামের গফরগাঁও-বরমী সড়কের মোটা কড়ই গাছ এলাকা থেকে সিহাব খানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

সিহাব খান উপজেলার টাঙ্গাব ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের ইসমাইল খানের ছেলে। মৃত্যুর আগে সিহাব আয়েশা আক্তার সুরভি নামে যে মেয়েকে স্ত্রী দাবী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, প্রকৃতপক্ষে সে তার স্ত্রী কিনা তা জানা যায়নি। তবে ওই মেয়েটি স্থানীয় আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও পুড়াদিয়ারটেক গ্রামের সবুজ ব্যাপারীর মেয়ে বলে জানা গেছে।

স্থানীয়দের জানান, হয়তো মেয়েটিকে বিয়ে করেছিল সিহাব অথবা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত হতাশা থেকেই এই আত্মহননের পথ বেছে নিয়েছেন সিহাব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ মুখ খুলছে না। তবে পুলিশ তদন্ত করছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...