আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান ও ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপির কেন্দ্রীয় ভাইর চেয়ারম্যান ও নোয়াখালী- ৪ আসনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান।
শাহজাহান বলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি। আগামীতে বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র ও ফ্যাসিবাদ মুক্ত করতে হলে তারেক রহমানের ধানের শীষে ভোট দিতে হবে। তাহলে এদেশে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি লাভ করবে।
শনিবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলার ডাক্তার বাজারে নোয়াখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ধানের শীষের সমর্থনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান এসব কথা বলেন।
শাহজাহান বলেন বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে জুলুম, অত্যাচার, নির্যাতনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঘুম খুন হত্যা জেল জুলুম ও অবর্ণনীয় নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে দুনিয়া থেকে না ফেরার দেশে চলে গেছেন। কিন্তু বিএনপির শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও তার কোনো প্রতিশোধ নেননি। এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পরে যতগুলো সভা-সমাবেশ করেছে কোথাও প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদগার ও প্রতিশোধ পরায়ণ কোনো বক্তব্য দেননি।
বাংলাদেশে শিষ্টাচার, সভ্যতা ও আদর্শের রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, পরমতশহিষ্ণুতা পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতায় বিশ্বাস করে। এতে প্রতিয়মান হয় বিএনপি এদেশের সকল শ্রেণি পেশার মানুষের নিকট জনপ্রিয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি নূরনবী বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য ফিরোজ আলম মতিন, এডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল জাহির হারুন, সদর উপজেলা দলের আহবায়ক আব্দুর রহিম রিজভী, বিএনপি নেতা সারোয়ার হোসেন প্রমূখ।
শাহজাহান আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রের রূপকার। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম রূপকার ছিলেন। ক্ষমতাকে জনগণের হাতে ফিরিয়ে দিতে আজীবন সংগ্রাম করেছিলেন। দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ আজও জাতির জন্য অনুকরণীয়। রাজনীতির পাশাপাশি অর্থনীতি, কৃষি ও শিল্পখাতকে শক্তিশালী করতে যুগান্তকারী পদক্ষেপ নেন তিনি।
তিনি বলেন শহীদ জিয়া ও তার সহধর্মিনী প্রয়াত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

