আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের ওপর হামলা, হুমকি ও নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগে করে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২২ জানুয়ারি প্রচার শুরুর পর থেকে ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকরা ধারাবাহিকভাবে তার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। শনিবার (২৪ জানুয়ারি) তার ব্যক্তিগত নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন বলেন, মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকায় নারী কর্মীদের হেনস্তা করা হয় এবং ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে হামলায় কয়েকজন আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ ছাড়া উথুরা ও রাজৈ ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও হামলার ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, তার কর্মী-সমর্থকদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, মাইক ও অটোরিকশা বন্ধ করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসব ঘটনায় ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে। নির্বাচনের পরিবেশ ফেয়ার না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন সরকার, রুহুল আমিন, ছারুয়ার জাহান এমরান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম, সিরাজুল ইসলাম ঢালী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন