ক্রিকেটারদের রেখে উধাও আয়োজকরা, পারিশ্রমিক বকেয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২০: ৪২

জম্মু ও কাশ্মীরে আয়োজিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে নাটকীয় ঘটনা ঘটে গেছে। হঠাৎ করেই আয়োজকরা মাঝরাতে শ্রীনগর ছেড়ে উধাও হয়ে গেছেন! তাতে হোটেলের বকেয়া বিল, খেলোয়াড়দের বেতন এবং ম্যাচ কর্মকর্তাদের পারিশ্রমিকও আটকে গেছে। খবর ভারতীয় গণমাধ্যমের।

জানা গেছে, এই টুর্নামেন্টে আন্তর্জাতিক তারকা ক্রিস গেইল, মার্টিন গাপটিল, জেসি রাইডার, থিসারা পেরেরা অংশ নিয়েছিলেন। কিন্তু রোববার সকালে দেখা যায় বাকশি স্টেডিয়াম ফাঁকা, প্রায় ৪০ জন খেলোয়াড় অনিশ্চয়তার মধ্যে আটকে রয়েছেন। এই টুর্নামেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের সাকিব আল হাসানেরও। যদিও পরে সাকিব খেলেছেন কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ ঘটনায় শ্রীনগরের দ্য রেসিডেন্সি হোটেল-এর এক কর্মকর্তা জানান, ‘আয়োজকরা গেইলদের মতো তারকাদের এনে কাশ্মীরের পর্যটন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু রোববার সকালে দেখি তারা হোটেল ছেড়ে গায়েব, বিল পরিশোধ না করেই।’ আসর পরিচালনা করতে আসা ইংলিশ আম্পায়ার মেলিসা জুনিপার বলেন, ‘আয়োজকরা হোটেল থেকেই পালিয়ে গেছে। হোটেল, খেলোয়াড়, আম্পায়ার—কাউকেই টাকা দেয়নি। অবশেষে হোটেলের সঙ্গে সমঝোতা করে আমরা খেলোয়াড়দের বাড়ি ফেরার ব্যবস্থা করছি। এভাবে ওদের আটকে রাখা অন্যায়।’

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে ইউভা সোসাইটি নামের একটি এনজিওর সঙ্গে যৌথভাবে এই লিগের আয়োজন করেছিল। ৮টি দল ও ৩২ জন সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় নিয়ে ২৩ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু ধীরে ধীরে গ্যালারি প্রায় ফাঁকা হতে শুরু করে। টিকিটের দাম কমানো হলেও স্পন্সররা সরে দাঁড়ায়, আর কয়েক দিনের মধ্যেই সব বন্ধ হয়ে যায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত