
স্পোর্টস ডেস্ক

সদ্যসমাপ্ত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। তাতে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। একাদশে সর্বোচ্চ চারজন চ্যাম্পিয়ন ভারতীয় দলের, তিনজন করে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে, একজন করে আছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। অধিনায়ক হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলবার্ট।
দলে ওপেনার হিসেবে আছেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার লরা উলবার্ট। মান্ধানা আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৪ রান সংগ্রহ করেন। যা ভারতীয় হিসেবে নারী বিশ্বকাপে সর্বোচ্চ। আসরে দুই ফিফটির সঙ্গে এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার সঙ্গী লরা উলবার্ট ৫৭১ রান করে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনটি হাফ সেঞ্চুরির সঙ্গে আছে দুটি সেঞ্চুরি। তিনে নামবেন জেমিমা রদ্রিগেজ, যিনি ভারতকে ফাইনালে তোলার মূল কারিগর। চারে আছেন মারিজান ক্যাপ। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার আসরে ২০৮ রানের সঙ্গে শিকার করেছেন ১২ উইকেট।
পাঁচে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, ১১৭ রানের সঙ্গে আসরে ১৭ উইকেট নিয়েছেন যিনি। এরপরই আছেন একই দলের অ্যাশলে গার্ডনার। আসরে ৩২৮ রানের সঙ্গে যার দখলে আছে ৭ উইকেট। তার পরেই আছেন ভারতের রিচা ঘোষ। ৯ উইকেটের সঙ্গে ২০৮ রান নিয়ে জায়গা পেয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক। ২০১৫ রানের সঙ্গে ২২ উইকেটে নিয়ে আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় দীপ্তি শর্মাও। বোলিংয়ের দায়িত্বে আছেন আলানা কিং ও সোফি এক্লেস্টোন। দ্বাদশ খেলোয়াড় নিউজিল্যান্ডের সোফি ডিভাইন।
বিশ্বকাপের সেরা একাদশ : স্মৃতি মান্ধানা, লরা উলবার্ট, জেমিমা রদ্রিগেজ, মারিজান ক্যাপ, অ্যানাবেল সান্ডারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, রিচা ঘোষ, নাদিন ডি ক্লার্ক, দীপ্তি শর্মা, আলানা কিং, সোফি এক্লেস্টোন।
দ্বাদশ : সোফি ডিভাইন।

সদ্যসমাপ্ত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। তাতে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। একাদশে সর্বোচ্চ চারজন চ্যাম্পিয়ন ভারতীয় দলের, তিনজন করে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে, একজন করে আছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। অধিনায়ক হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলবার্ট।
দলে ওপেনার হিসেবে আছেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার লরা উলবার্ট। মান্ধানা আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৪ রান সংগ্রহ করেন। যা ভারতীয় হিসেবে নারী বিশ্বকাপে সর্বোচ্চ। আসরে দুই ফিফটির সঙ্গে এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার সঙ্গী লরা উলবার্ট ৫৭১ রান করে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনটি হাফ সেঞ্চুরির সঙ্গে আছে দুটি সেঞ্চুরি। তিনে নামবেন জেমিমা রদ্রিগেজ, যিনি ভারতকে ফাইনালে তোলার মূল কারিগর। চারে আছেন মারিজান ক্যাপ। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার আসরে ২০৮ রানের সঙ্গে শিকার করেছেন ১২ উইকেট।
পাঁচে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, ১১৭ রানের সঙ্গে আসরে ১৭ উইকেট নিয়েছেন যিনি। এরপরই আছেন একই দলের অ্যাশলে গার্ডনার। আসরে ৩২৮ রানের সঙ্গে যার দখলে আছে ৭ উইকেট। তার পরেই আছেন ভারতের রিচা ঘোষ। ৯ উইকেটের সঙ্গে ২০৮ রান নিয়ে জায়গা পেয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক। ২০১৫ রানের সঙ্গে ২২ উইকেটে নিয়ে আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় দীপ্তি শর্মাও। বোলিংয়ের দায়িত্বে আছেন আলানা কিং ও সোফি এক্লেস্টোন। দ্বাদশ খেলোয়াড় নিউজিল্যান্ডের সোফি ডিভাইন।
বিশ্বকাপের সেরা একাদশ : স্মৃতি মান্ধানা, লরা উলবার্ট, জেমিমা রদ্রিগেজ, মারিজান ক্যাপ, অ্যানাবেল সান্ডারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, রিচা ঘোষ, নাদিন ডি ক্লার্ক, দীপ্তি শর্মা, আলানা কিং, সোফি এক্লেস্টোন।
দ্বাদশ : সোফি ডিভাইন।

অনিশ্চয়তার ঘোর অমানিশা তৈরি হয়েছে ঢাকার ক্রিকেট নিয়ে। নতুন বোর্ড দায়িত্ব নিয়ে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে ঘরোয়া লিগ শুরুর উদ্যোগ নেয় বিসিবি। তবে ক্লাবগুলোর এক সিদ্ধান্তে সেই উদ্যোগ এবার মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতিতে।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এই ম্যাচে রেকর্ড হলো অনেকগুলো। ভারতীয় ক্রিকেটাররা যেমন রেকর্ড গড়েছেন, তেমনি রেকর্ডের তালিকায় নাম আছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভারডটের নামও। পাঠকদের জন্য রেকর্ডগুলো তুলে ধরা হলো।
৮ ঘণ্টা আগে
নির্ধারিত সময়ে বিকেএসপি’র দুই দলের মধ্যকার খেলা ২-২ গোলে অমিমাংসীত ছিল। বিকেএসপি সবুজ দলের তাওসান হোসেন সারার ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং ফাইনালে শ্যুটআউটে ৩ গোল ঠেকিয়ে বিকেএসপি লাল দলের রায়হানুল ইসলাম সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে।
৮ ঘণ্টা আগে
মিরপুরে তৃতীয় দিনেই শেষ হয়েছে রাজশাহী ও খুলনার ম্যাচ। শেষ ইনিংসে খুলনার ছুঁড়ে দেওয়া ১০৯ রানের লক্ষ্যে দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে জয় নিশ্চিত করে রাজশাহী বিভাগ। তৃতীয় দিনে জয়ের জন্য রাজশাহীর সামনে লক্ষ্য ছিল ১০৯ রান। হাবিবুর রহমান সোহানের ৬৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করে দলটি।
৮ ঘণ্টা আগে