এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় জামায়াতের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫: ১০

জুলাইযোদ্ধা এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, একটি রাজনৈতিক দলের জনৈক নেতা জুলাই যোদ্ধা ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে এই জুলাই যোদ্ধাকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায়। তার বিরুদ্ধে মামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। যারা বিরচিত ভূমিকা পালন করে দেশকে স্বৈরশাসনের কবল থেকে উদ্ধার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিজ্ঞাপন

জানা গেছে, বিএনপির এক নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে মামলা করা হয়। মামলাটি করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত