রাজশাহীর জয়, সেঞ্চুরির পথে মুশফিক

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২১: ০০

মিরপুরে তৃতীয় দিনেই শেষ হয়েছে রাজশাহী ও খুলনার ম্যাচ। শেষ ইনিংসে খুলনার ছুঁড়ে দেওয়া ১০৯ রানের লক্ষ্যে দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে জয় নিশ্চিত করে রাজশাহী বিভাগ। তৃতীয় দিনে জয়ের জন্য রাজশাহীর সামনে লক্ষ্য ছিল ১০৯ রান। হাবিবুর রহমান সোহানের ৬৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করে দলটি।

অন্যদিকে সিলেটের একাডেমি মাঠে চতুর্থ দিনের শুরুতে সেঞ্চুরির আশায় মাঠে নামবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। গতকাল ঢাকার বিপক্ষে সাত উইকেটে ২৬০ রান তুলে তৃতীয় দিন শেষ করে সিলেট। মুশফিক ৯৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেন। সেঞ্চুরির অপেক্ষায় থাকা মুশফিকের দল প্রথম ইনিংসে ঢাকার চেয়ে ৫০ রানে পিছিয়ে আছে।

বিজ্ঞাপন

পাশাপাশি কক্সবাজারে বৃষ্টির বাধায় রংপুর-ময়মনসিংহ ও চট্টগ্রাম-বরিশাল ম্যাচের তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে তৃতীয় দিন ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত