জামায়াতের পুনর্নির্বাচিত আমিরকে মামুনুল হকের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৪: ২২

জামায়াতে ইসলামীর পুনর্নির্বাচিত আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান।

তারা বলেন—ডা. শফিকুর রহমান তার দ্বীনি মূল্যবোধ ও সুসংগঠিত নেতাদের মাধ্যমে দেশের রাজনীতিতে ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার পুনর্নির্বাচন শুধু সংগঠনের জন্য নয়, পুরো দেশের ইসলামি আন্দোলনের জন্য উৎসাহব্যঞ্জক ও সময়োপযোগী একটি পদক্ষেপ। তিনি যে দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্ব প্রদর্শন করছেন, তা দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার এ সময়ে বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়েছে, বয়স বা অন্যান্য সীমাবদ্ধতা উপেক্ষা করে ডা. শফিকুর রহমান যে উদ্যমী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক। নেতৃবৃন্দ ডা. শফিকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত